কল করার সময় কি করে ভলিউম কমাবেন বা বাড়াবেন?

Updated on 23-Jan-2018
HIGHLIGHTS

নিচে দেওয়া স্টেপ ফলো করে ইউজার্সরা কলের সময় ভলিউম কন্ট্রোল করতে পারবেন

এটা এমন একটা যুগ যখন মানুষ সবসময় লেটেস্ট প্রযুক্তির সঙ্গে যুক্ত হতে চাইছে বা থাকছে, আর আমাদের কাছে প্রযুক্তির প্রথম আর প্রধান নাম ফোন। আর অনেক মানুষই এখনও ফিচার ফোন ব্যবহার করেন। এখন তারাও দ্রুততার সঙ্গে ফিচার ফোন ছেড়ে স্মার্টফোনের দিকে এগিয়ে চলেছে। প্রথম দিকে স্মার্টফোন ব্যবহার করার সময় কিছু সমস্যার সম্মুখীন হতে হয়। যেমন কলের সময় কি করে আওয়াজ বাড়ানো বা কমানো যায়। কিছু এমন ইউজার্সও আছেন যারা জানেন না যে কি করে কলের সময় আওয়াজ বাড়ানো বা কমানো যায়। আর তাদের জন্যই আমাদের এই আর্টিকেলটি। নিচে দেওয়া স্টেপ ফলো করে আপনারা সহজেই কলের সময় ভলিউম বাড়াতে বা কমাতে পারবেন। তবে আসু এবার এই আর্টিকেলটি ভাল করে দেখে নেওয়া যাক।দেখা যাক এই প্রক্রিয়ার পদক্ষেপ গুলি।  গ্রেট ইন্ডিয়ান সেলের তৃতীয় দিনে আজকে কোন জিনিসের ওপর কেমন ডিস্কাউন্ট দিচ্ছে Amazon!

  • ভলিউম সুইচের ব্যবহার করুন
  • কলের সময় ভলিউম বাড়ানোর জন্য ভলিউম আপ কিটি প্রেস করুন
  • কলের সময় ভলিউম কম করার জন্য ভলিউম ডাউনের সুইচটি প্রেস করুন
  • দারুন ব্যাপার এবার আপনি এই ভাবে কল করার সময় ভলিউম বাড়াতে বা কমাতে পারবেন
Connect On :