এভাবে iPhone X এ ফেস আইডি সেটআপ করুন

এভাবে iPhone X এ ফেস আইডি সেটআপ করুন
HIGHLIGHTS

ফেসআইডি সেটআপের ব্যবহার করে এই ফোনটি আনলক করা যেতে পারে

অ্যাপেলের সাম্প্রতিক তম আইফোন iPhone X এ কোন হোম বটন দেওয়া হয়নি। আর এটি একটি নতুন ট্রু ডেপ্তহ ক্যামেরা যুক্ত, যে ক্যামেরা আপনার ফেসকে ম্যাপ করতে পারবে। আর এই ম্যাপিং এর ব্যবহার ফোনটি আনলক করার ক্ষেত্রে ব্যবহার করা যাবে। আর এটি দিয়ে ‘অ্যাপেল পে’ এর মতন ফিচারও ব্যবহার করা যাবে। এই ফোনে ফেস আইডি সেটআপ করা বেশ সহজ। আমরা এখান আপনাদের বলব যে কীভাবে অ্যাপেলের এই স্মাপ্রতিক ফোনে বায়োমেট্রিক্স ট্রিকের সঙ্গে আপনি নিজের ফেস রেজিস্ট্রেশান করতে পারবেন।

সবার আগে আপনি সেটিংসে গিয়ে ফেসআইডি অ্যান্ড পাসকোড (Face ID & Passcode ) এ যান। আর এবার সেটআপ ফেস আইডিতে (Set Up Face ID)’র ওপর ক্লিক করুন আর এবার গেট স্টার্টেড অপশানে ক্লিক করুন। আর এবার কিছু সঙ্কেত ফলো করুন আর এবার যখন ফেস মুভ করার কথা বলা হবে তখন আপনি আপনার চেহারা চারদিকে ঘোরান যাতে ট্রু ডেপথ ক্যামেরা আপনার চেহারা চিনে নেবে।

এই সিস্টেম 30,000  গুলি পয়েন্ট কালেক্ট করে, এর পরে আপনি কয়েক সেকেন্ডে আপনার ফেসের স্ক্যান করুন আর তার পরে এই সেটআপটি সম্পূর্ণ হবে। আর আপনি আপনার ফেসের ব্যবহার করে ফোনটি লক আর আনলক করতে পারবেন।  

সোর্সঃ 

Digit.in
Logo
Digit.in
Logo