Phone Hacks: ফোনের ব্যাটারি বাঁচাতে চান? মেনে চলুন এই সহজ কিছু স্টেপ

Phone Hacks: ফোনের ব্যাটারি বাঁচাতে চান? মেনে চলুন এই সহজ কিছু স্টেপ
HIGHLIGHTS

অনেক সময়ই দ্রুত ফোনের চার্জ শেষ হয়ে যায়

ফোনের ব্যাটারি বাঁচাতে কী করণীয় দেখুন

অপ্রয়োজনীয় অ্যাপ বন্ধ করে দিন

বর্তমান সময় আমাদের জীবনে স্মার্টফোনের গুরুত্ব অপরিসীম। কিন্তু একবার বাড়ি থেকে বেরিয়ে গেলে বাইরে চার্জ দেওয়া একটা ঝক্কির বিষয় হয়ে দাঁড়ায় বইকি। তাই দ্রুত চার্জ বাঁচানোর জন্য একাধিক স্টেপ ফলো করা উচিত। 

কী কী করলে ফোনের ব্যাটারি বাঁচবে, দ্রুত চার্জ ফুরাবে না দেখুন। রইল সমস্ত টিপস।

ডিসপ্লের খুঁটিনাটি অ্যাডজাস্ট করুন

যতটা পারুন ব্রাইটনেস কমিয়ে রাখুন। সবসময় ফুল ব্রাইটনেস রাখবেন না ফোনে, এতে বেশি ব্যাটারি খরচ হয়। ডার্ক মোড অন করলে ব্যাটারি সেভ হয়। OLED বা AMOLED স্ক্রিন যুক্ত ফোন হলে এটা অন রাখুন। 

ব্যাকগ্রাউন্ড অ্যাপস এবং অপ্রয়োজনীয় ফিচার

ব্যাটারি কম খরচ করতে চাইলে অপ্রয়োজনীয় অ্যাপগুলো অফ করে দিন। মনে রাখবেন ব্যাকগ্রাউন্ডে যত অ্যাপস চলবে তত বেশি ব্যাটারি খরচ হবে। ব্লুটুথ, NFC, GPS এগুলোকে সবসময় অন রাখবেন না। অফ রাখুন। এমনকি মোবাইল হটস্পট অন থাকলেও বেশি ব্যাটারি খরচ হয়। 

আরও পড়ুন: How to Remove Virus From Smartphone: স্মার্টফোনে ভাইরাস ঢুকে পড়েছে? চিহ্নিত করুন এই উপায়ে, ম্যালওয়্যার থেকে বাঁচতে দেখুন কী করণীয়

ব্যাটারি সেভিং

ব্যাটারি সেভার বা ব্যাটারি অপটিমাইজেশন অন রাখুন। এটা ফোনের অপ্রয়োজনীয় সমস্ত ফিচার অফ করে দেবে। 

ভাইব্রেশন বা হেপটিক ফিডব্যাক অফ রাখুন

How to save phone battery with few steps

ভাইব্রেশন বা হেপটিক ফিডব্যাক অনেক সময় বেশি ব্যাটারি খরচ হয়। তাই এগুলো অফ রাখুন। 

অ্যাপ আপডেট করুন, সঙ্গে সফটওয়্যার

অ্যাপস এবং অ্যান্ড্রয়েড আপ টু ডেট রাখুন। এতে অ্যাপসে কোনও গন্ডগোল থাকলে সেটা ঠিক হয়ে যাবে আর ফোনের ব্যাটারি কম খরচ হবে। 

আরও পড়ুন: Steps to Boost Phones Speed: টানা ব্যবহারে ফোন ভীষণ স্লো হয়ে গিয়েছে? চাঙ্গা করুন এই 5 উপায়ে

নরমাল টেম্পারেচারে রাখুন ফোন

অতিরিক্ত গরম বা ঠান্ডা ফোনের ব্যাটারির ক্ষতি করে। তাই ফোনের ব্যাটারি ঠিক রাখতে ফোনকে সঠিক তাপমাত্রায় রাখুন।

Subhasmita Kanji

Subhasmita Kanji

I am Subhasmita Kanji from Kolkata. I have completed my Masters in Geography from University of Calcutta. In Media sector I have worked for several eminent houses like 4th Pillars, Bangla Jago Tv, Hindustan Times Bangla, and Digit Bangla. View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo