How to Remove Virus From Smartphone: স্মার্টফোনে ভাইরাস ঢুকে পড়েছে? চিহ্নিত করুন এই উপায়ে, ম্যালওয়্যার থেকে বাঁচতে দেখুন কী করণীয়

How to Remove Virus From Smartphone: স্মার্টফোনে ভাইরাস ঢুকে পড়েছে? চিহ্নিত করুন এই উপায়ে, ম্যালওয়্যার থেকে বাঁচতে দেখুন কী করণীয়
HIGHLIGHTS

অনেক সময় আমাদেরই ভুলে ফোনে ভাইরাস ঢুকে পড়ে

ভাইরাস ফোনে ঢোকা মানেই ব্যাটারি দ্রুত ফুরিয়ে যাওয়া

কী করে ফোনকে বিপদমুক্ত করবেন দেখুন

কম্পিউটার বা ল্যাপটপে ভাইরাস আক্রান্ত হওয়া খুবই চেনা এবং সাধারণ বিষয়। কিন্তু আপনি কি জানেন আপনার স্মার্টফোনেও ভাইরাস থাবা বসাতে পারে। কীভাবে?

আপনি যদি আপনার ফোনে এই 5 কাজ করেন তাহলে আপনার ফোনে ভাইরাস ঢুকে পড়তে পারে। কী কী সেই কাজ? 

1. যে কোনও লিংকে দুম করে ক্লিক করে দিলে, বা কোনও অ্যাটাচমেন্ট খুললে বা অজানা কারও মেসেজ ক্লিক করলে অনেক সময় ফোনে ভাইরাস অ্যাটাক হয়। 

2. অনেক সময় ওয়েবসাইটে থাকা অ্যাড আপনাকে কোনও ক্ষতিকর ওয়েবসাইটে নিয়ে যায় বা আপনার অজান্তে ফোনে ম্যালওয়্যার ডাউনলোড করিয়ে দেয়। 

3. সন্দেহজনক ওয়েবসাইটে ঢুকলেও ফোনে ভাইরাস অ্যাটাক হতে পারে। 

4. আনফিসিয়াল সোর্স থেকে যা খুশি অ্যাপ ডাউনলোড করলেও হতে পারে এই বিপদ। 

আরও পড়ুন: Tecno Pova 5 India Launch: বাজেট প্রাইসে আসছে টেকনোর নতুন ফোন, MediaTek প্রসেসর নিয়ে কবে লঞ্চ করছে?

5. পাবলিক WiFi -এ কানেক্ট করার অর্থ জেনে বুঝে বিপদ ডেকে আনা। 

কী করে বুঝবেন যে আপনার ফোনে ভাইরাস আছে? 

আপনার ফোনে যদি সত্যি ভাইরাস থেকে থাকে তাহলে কিছু অদ্ভুত কান্ড কারখানা দেখতে পাবেন ফোনে। 

1. ফোনে মাঝে মধ্যেই পপ আপ অ্যাড দেখতে পাবেন। ঘনঘন এই জিনিস হওয়ার অর্থ হল আপনার ফোনে ভাইরাস থাবা বসিয়েছে। 

2. স্মার্টফোন অল্প ঘাঁটলেই গরম হয়ে যাবে। স্লো হয়ে যাবে ফোন, তাছাড়া ব্যাটারিও ফুরিয়ে যাবে। ভাইরাস থাকলেই জানবেন এমনটা হয়। 

How to check and remove virus from smartphone

3. আপনার ফোনে থাকা সমস্ত কনট্যাক্টদের কাছে আপনার অজান্তে আপনার হয়ে বিভিন্ন মেসেজ যাবে। ফোনে ম্যালওয়্যার থাকার অর্থ হল সেখানে থাকা কনট্যাক্ট এর সন্ধান প্রতারকদের কাছে থাকা। 

4. দ্রুত ডেটা ফুরিয়ে যাবে। এটার কারণ ফোনে ম্যালওয়্যার থাকলে আপনার অজান্তে আপনার ফোনে একাধিক অ্যাপ চলতে থাকে সেই জন্যই দ্রুত ডেটা ফুরিয়ে যায়। 

কী করে ফোন থেকে ভাইরাস দূর করবেন? 

অ্যান্টি ভাইরাস অ্যাপ ডাউনলোড করে ইনস্টল করে রাখুন ফোনে। অ্যান্টি ভাইরাস অ্যাপ আপনার ফোনকে সমস্ত বিপদের হাত থেকে বাঁচাবে। একই সঙ্গে এটা আপনার ফোনকে সমস্ত পাবলিক নেটওয়ার্কের হাত থেকে বাঁচাবে। তবুও জেনে নিন পদ্ধতি। 

1. সবার আগে অ্যানই ভাইরাস আপনার ফোনের ভাইরাসকে চিহ্নিত করবে। তারপর আপনাকে বলবে সেটা রিমুভ করে দিতে। 

আরও পড়ুন: Vivo X90 Pro Deal Alert: বাম্পার অফার ভিভোর ফোনে, 10000 টাকা ছাড়ের পর এখন কত টাকায় কেনা যাচ্ছে?

2. এবার আপনার ফোনে থাকা ক্ষতিকর অ্যাপ আনইনস্টল করুন। 

3. আর যদি এই ভাইরাস আপনার ফোনে যদি বেশি ক্ষতি করে ফেলে তাহলে ফোন রিসেট করে নিন।

Subhasmita Kanji

Subhasmita Kanji

I am Subhasmita Kanji from Kolkata. I have completed my Masters in Geography from University of Calcutta. In Media sector I have worked for several eminent houses like 4th Pillars, Bangla Jago Tv, Hindustan Times Bangla, and Digit Bangla. View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo