Steps to Boost Phones Speed: টানা ব্যবহারে ফোন ভীষণ স্লো হয়ে গিয়েছে? চাঙ্গা করুন এই 5 উপায়ে

Steps to Boost Phones Speed: টানা ব্যবহারে ফোন ভীষণ স্লো হয়ে গিয়েছে? চাঙ্গা করুন এই 5 উপায়ে
HIGHLIGHTS

স্মার্টফোন হ্যাং করছে? খুব স্লো হয়ে গিয়েছে?

কাজের মধ্যে ফোন স্লো হয়ে গেলে খুবই সমস্যা হয়

ফোনের গতি ফেরানোর জন্য দেখুন কী করণীয়

বর্তমানে সময়ে স্মার্টফোন আমাদের জীবনের একটা জরুরি অঙ্গ হয়ে উঠেছে। আজকাল আমরা আমাদের জীবন স্মার্টফোন ছাড়া যেন ভাবতেই পারি না! কাজ হোক বা যোগাযোগ, ডকুমেন্ট সেভ করে রাখা হোক বা অন্য কিছু সব কিছুর জন্যই ফোন লাগেই। শপিং বা বিল পেমেন্ট বাদ যায় না।

এমন অবস্থায় যদি কাজের সময়ই স্মার্টফোন স্লো হয়ে যায় তাহলে তো ভারী বিপদ! আর যদি ফোন হ্যাং করে যায় তাহলে তো কথাই নেই।

কী করে ফোনের গতি ফেরাবেন ভেবে ভেবে হয়রান হচ্ছেন? দেখুন সেরা 5 পদ্ধতি। 

1. আপনার ফোনের হোম স্ক্রিন পরিষ্কার করুন: 

অনেক সময় ফোন হ্যাং করে যায় বা কোনও অ্যাপ খুলতে অনেক সময় লেগে যায়। এটার প্রধান কারণ হতে করে আপনার ফোনে ইনস্টল হওয়া একাধিক অ্যাপ একসঙ্গে চলছে। সেই জন্য ফোনের স্পিড কমে গিয়েছে।

এটার জন্য আপনার হোম স্ক্রিন পরিষ্কার করে ফেলতে হবে। কোনও অপ্রয়োজনীয় অ্যাপ থাকলে সেটা সরিয়ে দিন। 

আরও পড়ুন: Vivo X90 Pro Deal Alert: বাম্পার অফার ভিভোর ফোনে, 10000 টাকা ছাড়ের পর এখন কত টাকায় কেনা যাচ্ছে?

2. ডেটা সেভার মোড:

আপনি যদি আপনার ফোনে মোবাইল ডেটা খরচ করে ইন্টারনেট সার্ফ করে থাকেন তাহলে ডেটা সেভিং মোড অন করে নিন। এতে ওয়েবপেজ কমপ্রেস হয়ে যাবে এবং ফোনের স্পিড বেড়ে যাবে। 

3. ক্যাশে ডেটা ক্লিয়ার করুন:

How to boost up smartphones speed when it gets slow down

আপনার ফোনে অনেক জাঙ্ক ফাইল থেকে থাকলে ফোন স্লো হয়ে যেতে পারে। তাই ফোনের ক্যাশে ডেটা সময় সময় পরিষ্কার করতে থাকবেন। অ্যাপগুলোর আলাদা আলাদা ক্যাশে ডেটা ক্লিয়ার করুন। 

4. অপ্রয়োজনীয় অ্যাপ ডিলিট করুন:

অনেক সময় ফোনে বহু অ্যাপ থাকলে ফোন স্লো হয়ে যায়। তাই ফোনে যদি এমন অ্যাপ থেকে থাকে যেটা ব্যবহার করেন না সেটা ডিলিট করে দিন। এতে ফোনের স্পেস অনেকটাই বেঁচে যাবে। 

আরও পড়ুন: Tecno Pova 5 India Launch: বাজেট প্রাইসে আসছে টেকনোর নতুন ফোন, MediaTek প্রসেসর নিয়ে কবে লঞ্চ করছে?

5. ব্যাকগ্রাউন্ডে যে অ্যাপ চলছে বন্ধ করুন:

আপনার ফোনে যদি একসঙ্গে একাধিক অ্যাপ চলে তাহলেও ফোন অনেক সময় স্লো হয়ে যায় তার গতি ফেরাতে চাইলে ব্যাকগ্রাউন্ডে যে অ্যাপ চলছে সেগুলো অফ করে দিন।

Subhasmita Kanji

Subhasmita Kanji

I am Subhasmita Kanji from Kolkata. I have completed my Masters in Geography from University of Calcutta. In Media sector I have worked for several eminent houses like 4th Pillars, Bangla Jago Tv, Hindustan Times Bangla, and Digit Bangla. View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo