Honor 9 ডুয়াল ক্যামেরা সেটআপ আর 6GB র‍্যাম যুক্ত হবে

Updated on 29-May-2017
HIGHLIGHTS

এই স্মার্টফোনটিতে কিরিন 960 চিপস্টেকও দেওয়া হয়েছে

প্রথমেই বলে রাখি যে Honor 9 এর বিষয়ে এখনও অব্দি অনেক ধরনের লিক সামনে এসেছে। এবার এই স্মার্টফোনের ডিটেলস চিনের সার্টিফিকেশন ওয়েবসাইট TENNA তে দেখা গেছে। এই ফোনে 5.15-ইঞ্চির ফুল HD ডিসপ্লে থাকতে পারে। এর সঙ্গে এতে কিরিন 960 চিপস্টেকও আছে।

এই ফোনে 32GB বা  64GB’র ইন্টারনাল স্টোরেজের অপশন থাকতে পারে। এর সঙ্গে এর স্টোরেজ কে বাড়ানো যাবে। অন্য কিছু লিক অনুসারে এই ফোনটিতে 6GB র‍্যাম থাকবে। আবার অন্য কিছু লিক অনুসারে এটি 4GB র‍্যাম নিয়ে লঞ্চ হবে।

আরও দেখুনঃ Oneplus 5, স্ন্যাপড্র্যাগন 835 প্রসেসার যুক্ত ভারতের প্রথম স্মার্টফোন হবে

এই স্মার্টফোনের ক্যামেরা সেটআপের দিকে একবার দেখা যাক, কিছু লিক বলছে যে এতে ডুয়াল রেয়ার ক্যামেরা সেটআপ থাকবে। এতে একটি ক্যামেরা 20MP’র আর অন্য ক্যামেরাটি 12MP’র হবে।

সেলফির জন্য এই ডিভাইসে 8  মেগাপিক্সালের ফ্রন্ট ক্যামেরা আছে। এই ডিভাইসে লেটেস্ট অ্যান্ড্রয়েড সফটওয়্যার নৌগাট 7.0 অপারেটিং সিস্টেম আছে। এর ব্যাটারি 3100mAh এর হবে। এই স্মার্টফোনটিকে 20  বা  21 জুন চিনে লঞ্চ করা হবে।

আরও দেখুনঃ Nokia 9 এ কোয়াল্কম স্ন্যাপড্র্যাগন 835 SoC থাকবে

আরও দেখুনঃ Aircel নিয়ে এল নতুন অফার, দাম শুরু Rs. 7 থেকে

সোর্স:

Connect On :