Honor View 20 আর Redmi Note 7 কোন ফোনের স্পেক্স বেশি ভাল

Honor View 20 আর Redmi Note 7 কোন ফোনের স্পেক্স বেশি ভাল
HIGHLIGHTS

Honor View 20 একটি হাই এন্ড ডিভাইস আর সেখানে Redmi Note 7 একটি বাজেট ডিভাইস আর এবার দেখার যে এদের মধ্যে স্পেক্সের ক্ষেত্রে কোন ফোনটি বেশি এগিয়ে

2019 সাল স্মার্টফোনের বাজারে এমন একটি সময় যখন একের পর এক নতুন নতুন ইনোভেনশান দেখা যাচ্ছে, আর তা সে ইন ডিস্প্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার হোক, কি পাঞ্চ হোল ক্যামেরা বা বর্ডারলেস ডিসপ্লে, সব ফিচার্সই ডিভাইসে দেখা যাচ্ছে। আর আমরা যদি সম্প্রতি লঞ্চ হওয়া স্মার্টফোন Honor View 20 আর Redmi Note 7 ফোন দুটির বিষয়ে কথা বলি তবে এই দুটি স্মার্টফোনেই 48MP র ক্যামেরা আছে, আর তাই এই দুটি ফোনের সব থেকে বড় USP। আর আজকে আমরা এই দুটি ফোনের মধ্যে স্পেক্সের তুলনা করে দেখব, যে কোন ফোনটি বেশি ভাল হার্ডওয়্যার অফার করে।

ডিসপ্লে

আমরা যদি Honor View 20 ফোনটির বিষয়ে কথা বলি তবে এই ফোনটিতে একটি 6.39 ইঞ্চির FHD+ ডিসপ্লে আছে আর যা 2310×1080 পিক্সাল রেজিলিউশানের। আর এছাড়া এই ফোনে আপনারা একটি পাঞ্চ হোল কাট আউট ডিজাইন পাবেন।সেই ডিজাইনে ফোনের সেলফি ক্যামেরা দেওয়া হয়েছে। Xiaomi Redmi Note 7 ফোনটিতে 6.3 ইঞ্চির একটি FHD+ ডিসপ্লে দেওয়া হয়েছে যা 1080×2340 পিক্সাল রেজিলিউশানের।

প্রসেসার, র‍্যাম, স্টোরেজ

Honor View 20 ফোনে আপনারা একটি Kirin 90 অক্টা কোর প্রসেসার পাবেন। আর এছাড়া এই ফোনে 8GB র‍্যাম আর 256GB স্টোরেজ দেওয়া হয়েছে। আর সেখানে Xiaomi Redmi Note 7 ফোনে আপনারা কোয়াল্কম স্ন্যাপড্র্যাগন 660 প্রসেসার আর 4GB র‍্যামের সঙ্গে 64GB স্টোরেজ পাবেন। আর যা মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে 256GB পর্যন্ত এক্সপেন্ড করা যায়।

ক্যামেরা

Honor View 20 ফোনে আপনারা একটি 48MP র ক্যামেরা পাবেন আর এটি ডুয়াল NPU আর ডুয়াল IPS যুক্ত। আর এছাড়া আপনাদের এও বলে রাখি যে এই ফোনে আপনারা একটি 25MP র সেলফি ক্যামেরা পাবেন। Xiaomi Redmi Note 7 ফোনেও আপনারা 48MP র রেয়ার ক্যামেরা পাবেন যা 5MP র ডেপথ সেন্সার জুক আর এই ফোনের ফ্রন্টে একটি 13MP র ক্যামেরা দেওয়া হয়েছে।

ব্যাটারি

Honor View 20 ফোনটিতে একটি 4000mAh য়ের ব্যাটারি আছে। আর এটি সুপার চার্জ 5V 4A যুক্ত। আর কোম্পানি অনুসারে আমরা যদি এর ব্যাটারির দিকটি দেখি তবে এটি 30 মিনিটের চার্জিংয়ে 50% চার্জ করে নিতে পারে। Redmi Note 7 ফোনে 4000mAH য়ের ব্যাটারি দেওয়া হয়েছে, যা প্রায় সব রেডমি ফোনেই দেখা যায়। আর এই ফোনে কুইক চার্জ 4 য়ের সাপোর্ট আছে। আর রেডমি দাবি করেছে যে এই ফোনটি 1ঘন্টা 43 মিনিটে শুন্য থেকে 100% ফোন চার্জ করতে পারে।

 

Redmi Note 7 ফোনটি চিনে লঞ্চ করা হয়েছে আর সম্ভবত এই ফোনটি ভারতেও লঞ্চ করা হবে। আর কোম্পানি এখনও এই বিষয়ে কিছু নিশ্চিত ভাবে জানায়নি। আর Honor View 20 ফোনটি সবে একটি ইভেন্টে প্যারিসে লঞ্চ করা হয়েছে আর এই ফোনটি ভারতেও আসতে চলেছে আর এই ফোনটির জন্য একটি সেল করা হবে। আর এখন এই ফোনের প্রি বুকিং চলছে। আর প্রি বুকিং অফারে এই ফোনের সঙ্গে একটি 2,299 টাকা দামের হেডফোনও ফ্রিতে পাওয়া যাবে।

Digit Bangla
Digit.in
Logo
Digit.in
Logo