Honor View 20 মোবাইল ফোনটির দাম জানা গেছে

Honor View 20 মোবাইল ফোনটির দাম জানা গেছে
HIGHLIGHTS

Honor View 20 ফোনটি ভারতে খুব তাড়াতাড়ি লঞ্চ করা হবে, IANS য়ের রিপোর্ট অনুসারে এই ফোনটি ভারতের বাজারে কত টাকায় লঞ্চ করা হতে পারে সেই বিষয়ে জানা গেছে

বৈশিষ্ট্য

  • এই ফোনটি 40,000 টাকা দামে লঞ্চ করা হতে পারে
  • Honor View 20 ফোনটির গ্লোবাল ভেরিয়েন্ট Honor V20
  • 29 জানুয়ারি এই ফোনটি ভারতে লঞ্চ করা হবে

 

বিগত বেশ কিছু দিন ধরে আলোচনার কেন্দ্রে থাকা Honor View 20 ফোনটির ভারতে 29 জানুয়ারি লঞ্চ করা হবে। Honor V20 এই ফোনটির আন্তর্জাতিক ভেরিয়েন্ট আর এর স্পেক্সের জন্য এই ফোনটি জনপ্রিয়তা পেয়েছে। Honor V20 ফোনটির মডেল চিনে প্রথমে লঞ্চ করা হয়। আর আপনাদের বলে রাখি যে এই ফোনটির বৈশিষ্ট্য এই যে এই ডিভাইসটি 48MP র ক্যামেরা সঙ্গে এসেছে আর এই জন্য এটি ইউজার্সদের কাছে জনপ্রিয়ও হয়েছে। হ্যান্ডসেটের কোম্পানি Huawei র সাব ব্র্যান্ড হনার এই ফোনটি লঞ্চের আগে বলেছিল যে এই ফোনটি ভারতে কোন দামে লঞ্চ করা হতে পারে।

আর সেখানে 22 জানুয়ারি প্যারিসে এই ফোনটির গ্লোবাল লঞ্চ হবে আর তার পরে এই ফোনটি ভারতে আসবে। আর এর সঙ্গে এই ফোনের ক্যামেরা সেন্সার আর সেলফি স্নসার ডিসপ্লেতে আছে। সেলফি সেন্সারয়ে পাঞ্চ হোল ডিজাইন ছে আর এই স্মার্টফোনটির দাম যদি বলি তবে এই ফোনের দাম 40,000 টাকার মধ্যে হতে পারে।

Honor View 20 ফোনটির প্রিবুকিং

ই-কমার্স ওয়েবসাইট অ্যামাজন ইন্ডিয়াতে Honor View 20 ফোনটির প্রি বুকিং 15 জানুয়ারি থেকে শুরু হবে আর কোম্পানির অফিসিয়াল HiHonor Store য়ে প্রি বুকিং শুরু হয়ে গেছে। আর আপনাদের বলে রাখি যে বাজারে Honor View 20 ফোনটির দাম 2,999 চিনের ইউয়ান মানে ভারতীয় মুদ্রায় প্রায় 30,400 টাজা। আর এই দাম ফোনটির 6GB+128GB ভেরিয়েন্টে। আর এই ফোনটির 8GB+128GB ভেরিয়েন্টের দাম চিনে 3,499 ইউয়ান মানে ভারতীয় মুদ্রায় প্রায় 35,500 টাকা। আর আপনাদের বলে রাখি যে এই ফোনটি চার্ম ব্লু, রেড আর মিডনাইট ব্ল্যাক কালারে পাওয়া যাবে।

Honor View 20 ফোনটির স্পেশাল স্পেক্স

Honor View 20 ফোনটি ডুয়াল সিমের Honor V20 আউট অফ দ্যা বক্স অ্যান্ড্রয়েড 9.0 পাই য়ের ম্যাজিক UI 2.0.1 য়ে চলবে। আর এই ফোনে 6.4 ইঞ্চির ফুল HD+(1080×2310 পিক্সাল) TFT LED ডিসপ্লে থাকতে পারে। আর এর সঙ্গে এতে 19:5:9 অ্যাস্পেক্ট রেশিওর সঙ্গে কোম্পানির লেটেস্ট 7 nm অক্টা কোর হিলিকন কিরিন 980 প্রসেসার ব্যাবহার করা হয়েছে। আর এই ফোনে 6GB আর 8GB র‍্যাম অপশানের সঙ্গে 128GB অনবোর্ড স্টোরেজ আর 256GB স্টোরেজ থাকতে পারে। এই ফোনে মাইক্রো এসডি কার্ড স্লট নেই।

আমরা যদি Honor V20 ফোনটির ক্যামেরা দেখি তবে এতে 48MP র সোনি IMX586 সেন্সার থাকতে পারে। আর এই ফোনের প্রাইমারি সেন্সার f/1.8 অ্যাপার্চার, 960 ফ্রেম প্রতি সেকেন্ড স্লো মোশান ভিডিও রেকর্ডিং সাপোর্ট, অটোফোকাস, AI HDR আর LED ফ্ল্যাশ থাকতে পারে। আর এর সঙ্গে এতে একটি 3D টাইম অফ লাইট(ToF) সেন্সার আছে। আর ফ্রন্ট প্যানেলে একটি f/2.0 অ্যাপার্চারের 25MP র ক্যামেরা দেওয়া হতে পারে। আর AI ফটো, নাইট সিন, পোট্রেড, ফান Ai, টাইম-লেস ফটোগ্রাফি আর স্লো মোশানের মতন ক্যামেরা ফিচার এই ফোনে আছে।

Honor V20 ফোনের ব্যাটারি 4000mAh য়ের আর এটি ফাস্ট চার্জিং সাপোর্ট করতে পারে। আর এর সঙ্গে Honor V20 ফোনটিতে টার্বো টেকনলজি থাকতে পারে। ব্লুটুথ 5.0, ওয়াই-ফাই 802.11a/b/g/n/s, GPS/A-GPS আর USB টাইপ C য়ের মতন কানেক্টিভিটি ফিচার আছে।

Digit Bangla
Digit.in
Logo
Digit.in
Logo