Honor View 20 র সঙ্গে Samsung Galaxy A9 ফোনের স্পেক্সের তুলনা

Honor View 20 র সঙ্গে Samsung Galaxy A9 ফোনের স্পেক্সের তুলনা
HIGHLIGHTS

Honor View 20 ফোনটি ভারতে লঞ্চ হয়েছে, এই ফোনটি 48MP র রেয়ার ক্যামেরা আর পাঞ্চ হোল ডিসপ্লের সঙ্গে এসেছে আর এই ফোনের সঙ্গে আজকে আমরা Samsung galaxy A9 ফোনের স্পেক্সের তুলনা করে দেখব

Honor View 20 ফোনটি বিশ্বের প্রথম স্মার্টফোনে যা 48MP র ক্যামেরার সঙ্গে এসেছে। আর এটি কোম্পানির প্রথম ফোন যা পাঞ্চ হোল ক্যামেরার সঙ্গে লঞ্চ করা হয়েছে যাতে ফোনের সেলফি ক্যামেরা আছে। এই স্মার্টফোনটি ভারতে 37,999 টাকায় লঞ্চ করা হয়েছে। আর অন্য দিকে Samsung Galaxy A9 ফোনটি বিশ্বের প্রথম ফোন যা কোয়াড ক্যামেরার সঙ্গে লঞ্চ করা হয়েছিল। আর এই ফোনটির দাম 33,990 টাকা। আর এই দুটি ফোনের মধ্যে স্পেক্সের তুলনা করে আমরা আজকে দেখব।

আমরা যদি দুটি ফোনের ডিসপ্লের বিষয়ে কথা বলি তবে Honor View 20 ফোনে 6.39 ইঞ্চির ডিপ্লে দেওয়া হয়েছে যার রেজিলিউশান 1080×2310 পিক্সাল। আর সেখানে Samsung Galaxy A9 ফোনে আপনারা 6.3 ইঞ্চির ডিসপ্লে পাবেন যার রেজিলিউশান 1080×2280 পিক্সাল।

আমরা যদি প্রসেসারের বিষয়ে বলি তবে Honor View 20 ফোনে কিরিন 980 অক্টা কোর প্রসেসার আছে যা 6GB র‍্যাম আর 128GB স্টোরেজ যুক্ত। আর এই ফোনে Samsung Galaxy A9 ফোনে আপনারা কোয়াল্কম স্ন্যাপড্র্যাগন 660 প্রসেসার আছে যা 6GB র‍্যামের সঙ্গে 128GB স্টোরেজ আছে। আর এই ডিভাইসের স্টোরেজ মাইক্রো এসডি কার্ডের মাধ্যমে 512GB পর্যন্ত এক্সপেন্ড করা যাবে।

আমরা যদি ক্যামেরার দিকটি দেখি তবে Honor View 20 ফোনে আপনারা 48MP+TOF 3D রেয়ার ক্যামেরা পাবেন আর ফ্রন্টে 25MP র ক্যামেরা আছে। Samsung Galaxy A9 ফোনে আপনারা রেয়ার ক্যামেরাতে 10MP+8MP+5MP কোয়াড ক্যামেরা সেটআপ যুক্ত। আর এই ডিভাইসের ফ্রন্টে 24MP র সিঙ্গেল ক্যামেরা আছে।

Honor View 2 ফোনটি 30 জানুয়ারি অ্যামাজনে এসে গেছে আর সেখানে Samsung Galaxy A9 ফোনটি অ্যামাজনে 33,990 টাকায় কেনা যাবে।

Aparajita Maitra
Digit.in
Logo
Digit.in
Logo