Honor V10 ফোনটিতে কিরিন 970 প্রসেসার আর AI- ক্যাপিবেলিটি আছে
ডুয়াল ক্যামেরা সেটআপ যুক্ত Honor V10 8 জানুয়ারিতে ভারতে লঞ্চ হবে। ভারতে এর দাম হবে 38,000 টাকার কাছাকাছি। এই ফোনটি স্লিম আর মেটাল ডিজাইন যুক্ত হবে আর এর অ্যাস্পেক্ট রেশিও 18:9 হবে।
এই ফোনটির ফিচার্স কেমন হবে তা একবার দেখে নেওয়া যাক Honor V10 ফোনটিতে 5.99-ইঞ্চির FHD+ IPS LCD ডিসপ্লে যুক্ত হবে আর যার রেজিলিউশান 1080x2160p হবে আর এর অ্যাস্পেক্ট রেশিও 18:9। এই ডিভাইসের ব্যাটারি 3750 mAh এর আর এর হোম বটনের সঙ্গে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার থাকবে।
এছাড়া এই Honor V10 ফোনটিতে ডুয়াল রেয়ার ক্যামেরা সেটআপ আছে যা 16MP RGB সেন্সার আর 20MP’র মনোক্রোম সেন্সার যুক্ত হবে। এর মেন ক্যামেরা f/1.8 অ্যাপার্চার যুক্ত হবে আর ডুয়াল LED আর PDAF সাপোর্ট করে। আর এই স্মার্টফোনটিতে 13MP’র ফ্রন্ট ফেসিং ক্যামেরা দেওয়া হয়েছে যা f/2.0 অ্যাপার্চার যুক্ত।
চিনে Honor V10 ফোনটি তিনটি ভেরিয়েন্টে লঞ্চ কর হয়েছে। এর একটি ভেরিয়েন্টে 4GB র্যাম আর 64GB স্টোরেজ আছে এর অন্য ভেরিয়েন্টটিতে 6GB র্যাম আর ডুয়াল রেয়ার ক্যামেরার সঙ্গে 64GB স্টোরেজ আছে আর এর তৃতীয় ভেরিয়েন্টটিতে 6GB র্যাম আর 128GB স্টোরেজ আছে।