Honor Play, Honor 9i স্মার্টফোনটি AI ডুয়াল ক্যামের আর GPU Turbo টেকনিকের সঙ্গে লঞ্চ করেছে

Updated on 07-Jun-2018
HIGHLIGHTS

Honor তাদের দুটি নতুন স্মার্টফোন লঞ্চ করেছে এদের মধ্যে একটি Honor 9i স্মার্টফোনটি বিশ্বের প্রথম স্মার্টফোন যা GPU Turbo প্রযুক্তির সঙ্গে লঞ্চ হয়েছে

Huawei তাদের সাব ব্র্যান্ড হনারের নতুন দুটি স্মার্টফোন চিনের একটি ইভেন্টে লঞ্চ করেছে। এই দুটি স্মার্টফোনকে Honor Play আর Honor 9i নামে লঞ্চ করা হয়েছে। তবে একটা বিষয়েই কিছু অবাক লাগছে যে কোম্পানি কিছু দিন আগেই ভারতে এই দুটি ফোন লঞ্চ করেছিল তাহলে আবার তা লঞ্চ করার কি মান? আর তাহলে আপনাদের বলে রাখি যে এই দুটি ডিভাইস যা ভারতে লঞ্চ করা হয়েছিল তা এক নয়। আসলে Honor 9i স্মার্টফোনটি চিনের বাজারে একটি নতুন স্মার্টফোন হিসাবে লঞ্চ হয়েছে।

আমরা যদি Honor Play স্মার্টফোনটির বিষয়ে কথা বলি তবে এই ডিভাইসে কোম্পানি একটি 6.3ইঞ্চির 19:5:9 অ্যাস্পেক্ট রেশিও যুক্ত IPS LCD ডিসপ্লে দেওয়া হয়েছে যা 1080×2340 পিক্সালের। আর এছাড়া এই ডিভাইসে কোম্পানি কিরিন 970 চিপসেট দিয়েছে।

এই ফোনের ক্যামেরার বিষয়টি আমরা যদি দেখি তবে দেখা যাবে যে এই ডিভাইসে ডুয়াল ক্যামেরা আছে যা 16MP+2MP র ক্যামেরা। আর এছাড়া এই ফোনটিতে একটি 16MPর ফ্রন্ট ক্যামেরা দেওয়া হেয়ছে। এই ফোনে একটি 3,750mAhয়ের ব্যাটারি আছে। আর এই ফোনটি অ্যান্ড্রয়েড 8.1 Oreo র সঙ্গে লঞ্চ করা হয়েছে।

আর এবার যদি আপনি অন্য ফোনটি মানে Honor 9i য়ের বিষয়ে কথা বলি তবে এই ফোনে একটি 5.84ইঞ্চির FHD+ 19:9 অ্যাস্পেক্ট রেশিও যুক্ত ডিসপ্লে আছে। আর এই ফোনে একটি কিরিন 659অক্টা-কোর প্রসেসার দেওয়া হেয়ছে। আর এছাড়া এই ডিভাইসে GPU Turbo প্রযুক্তি দেওয়া হয়েছে, আর এর পরে বলা যায় যে এটি বিশ্বের প্রথম স্মার্টফোন যা এই প্রযুক্তির সঙ্গে লঞ্চ করা হয়েছে।

এই স্মার্টফোনটিতে একটি ডুয়াল ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে যা 13মেগাপিক্সা আর 2 মেগাপিক্সালের সেন্সারের কম্বো। আর এছাড়া এর ফ্রন্টে একটি 16মেগাপিক্সালের সেলফি ক্যামেরা দেওয়া হয়েছে। এই ফোনের ব্যাটারি 3,000mAh। আর এটিও অ্যান্ড্রয়েড 8.0 ওরিও যুক্ত।

হনার প্লে আর Honor 9i ফোনটির দামের বিষয়ে যদি কথা বলা হয় তবে আপনাদের বলে রাখি যে এই স্মার্টফোনটির আলাদা আলাদা র‍্যাম আর স্টোরেজ ভেরিয়েন্টে লঞ্চ করা হয়েছে আর এই ডিভাইসের 4GB র‍্যাম আর 64GB স্টোরজ ভেরিয়েন্টটি 1,999ইউয়ান মানে প্রায় 21,000টাকা। আর এর 6GB র‍্যাম আর 64GB স্টোরেজ ভেরিয়েন্টের দাম 2,499 ইউয়ান মানে প্রায় 25,200টাকা। এই ডিভাইসটি চিনে 11 জুন থেকে বিক্রি করা হবে আর এর জন্য প্রি-অর্ডার করা শুরু হয়ে গেছে।

আর যদি Honor 9i স্মার্টফোনটির বিষয়ে কথা বলি তবে আপনাদের বলে রাখি যে এই ডিভাইসের 4GB র‍্যাম আর 64GB স্টোরেজ ভেরিয়েন্টের দাম 1,399ইউয়ান মানে প্রায় 14,700টাকা। আর এর 4GB র‍্যাম আর 128GB স্টোরেজ ভেরিয়েন্টের দাম 1,699ইউয়ান মানে প্রায় 17,800টাকা। আর এই ডিভাইসটি আজ থেকে বিক্রি শুরু হয়ে গেছে।

ভায়াঃ

Connect On :