Honor Play 40C Launch: Snapdragon প্রসেসর, শক্তিশালী ব্যাটারি নিয়ে বাজারে এল অনারের বাজেট ফোন, দাম কত?

Honor Play 40C Launch: Snapdragon প্রসেসর, শক্তিশালী ব্যাটারি নিয়ে বাজারে এল অনারের বাজেট ফোন, দাম কত?
HIGHLIGHTS

Honor এর তরফে Honor Play 40C লঞ্চ করা হল

এখানে Snapdragon 480 প্রসেসর আছে

5200 mAh ব্যাটারি পেয়ে যাবেন এই ফোনে

Honor -এর তরফে নতুন এই ফোনটি নিয়ে আসা হল। সদ্য লঞ্চ হওয়া এই ফোনটির নাম Honor Play 40C। এটি 40 সিরিজের নবীন সংযোজন। বাজেট ফোন হিসেবেই বাজারে লঞ্চ করল এটি। 

Honor Play 40C ফোনটি বাজারে তিনটি রঙে উপলব্ধ হয়েছে। এখানে Snapdragon 480 প্রসেসর আছে। সঙ্গে 6 GB RAM এবং 128 GB ইন্টারনাল স্টোরেজ পেয়ে যাবেন। 

এই ফোনে 90 HZ রিফ্রেশ রেট সহ 6.5 ইঞ্চির একটি LCD ডিসপ্লে আছে। 5200 mAh -এর মতো একটি শক্তিশালী ব্যাটারি পেয়ে যাবেন এখানে। এই ফোনটি গ্রাহকরা ম্যাজিক নাইট ব্ল্যাক, ইনক জেড গ্রিন এবং স্কাই ব্লু রঙে কেনা যাবে। এখানে অ্যান্ড্রয়েড 13 ভিত্তিক ম্যাজিক OS 7.1 আছে। 

এই ফোনের দাম কত রাখা হয়েছে? 

এই ফোনটি চিনে লঞ্চ করেছে। সেখানের বাজারে এটির দাম CNY 899 রাখা হয়েছে। অর্থাৎ ভারতীয় মূল্যে যা 10,300 টাকার সমান। এই দামে 6 GB RAM এবং 128 GB ইন্টারনাল স্টোরেজ যুক্ত মডেল কেনা যাবে। 

তবে গ্রাহকরা চাইলে আরও 5 GB RAM বাড়াতে পারবেন। তিনটি রঙে কেনা যাবে এই ফোন। 

আরও পড়ুন: Top 5 Compact Phone 2023: ছোট প্যাকেট বড় ধামাকা! iPhone 13 Mini থেকে Pixel 7a-তে রয়েছে দুর্দান্ত সব ফিচার

কী কী ফিচার আছে এই ফোনে? 

1. এই ফোনটি পরিচালিত হবে অ্যান্ড্রয়েড 13 ভিত্তিক ম্যাজিক OS 7.1 -এর সাহায্যে। এটি ডুয়াল সিম সাপোর্ট করে। 

2. এখানে 6.56 ইঞ্চির একটি LCD ডিসপ্লে রয়েছে যেখানে 1612X720 পিক্সেলের রেজোলিউশন পাওয়া যাবে সঙ্গে থাকবে 90 HZ রিফ্রেশ রেট। এখানে 90 HZ টাচ স্যাম্পলিং রেট রয়েছে। 

Honor play 40c launched

3. Snapdragon 480 প্রসেসরের সাহায্যে চলে এই ফোন। এখানে 6 GB RAM এবং 128 GB ইন্টারনাল স্টোরেজ রয়েছে। Adreno 619 GPU পেয়ে যাবেন এই ফোনে। 

4. 13 মেগাপিক্সেলের একটি প্রাইমারি রিয়ার ক্যামেরা আছে এই ফোনে। ফ্রন্ট ক্যামেরায় পাবেন 5 মেগাপিক্সেলের একটি সেন্সর। 

আরও পড়ুন: iPhone 15 Vs iPhone 15 Pro: কী কী পার্থক্য থাকবে দুই ফোনে?

5. কানেকটিভিটির জন্য এই ফোনে আছে WiFi, ব্লুটুথ, USB টাইপ সি পোর্ট, GPS, 3.5 mm অডিও জ্যাক। 

6. 5200 mAh ব্যাটারি আছে এই ফোনে। এছাড়া এখানে প্রক্সিমিটি সেন্সর, অ্যাম্বিয়েন্ট লাইট সেন্সর, ইত্যাদি আছে। এটির ওজন 188 গ্রাম।

Subhasmita Kanji

Subhasmita Kanji

I am Subhasmita Kanji from Kolkata. I have completed my Masters in Geography from University of Calcutta. In Media sector I have worked for several eminent houses like 4th Pillars, Bangla Jago Tv, Hindustan Times Bangla, and Digit Bangla. View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo