Honor Holly 3+ 3GB র‍্যাম এর সঙ্গে ভারতে লঞ্চ হল, এর দাম Rs. 12,999

Honor Holly 3+ 3GB র‍্যাম এর সঙ্গে ভারতে লঞ্চ হল, এর দাম Rs. 12,999
HIGHLIGHTS

Honor Holly 3 কে ভারতে গতবছর অক্টোবরে 2GB র‍্যাম আর 16GB ইন্টারনাল স্টোরেজের সঙ্গে লঞ্চ করা হয়েছিল

Honor Holly 3+ স্মার্টফোনটি আজ ভারতে লঞ্চ করা হয়েছে। এই স্মার্টফোনটির দাম Rs. 12,999 রাখা হয়েছে। আর এটি অফলাইন রিটেল চ্যানেল থেকে কেনা যাবে। কোম্পানি এর আগে গত বছর অক্টোবরে Holly 3 কে ভারতে নিয়ে এসেছিল।

Honor Holly 3+ এর ফিচার্সও একবার দেখে নেওয়া যাক। এই ফোনে 5.5-ইঞ্চির HD ডিসপ্লে আছে। এই ডিসপ্লের রেজিলিউশন 720×1280 পিক্সাল। এটি 1.2GHz কিরীন 620 অক্টা-কোর প্রসেসার যুক্ত। এতে 3GB র‍্যাম আর 32GB ইন্টারনাল স্টোরেজ যুক্ত। এই স্টোরেজকে মাইক্রো এসডি কার্ড দিয়ে 128GB অব্দি বাড়ানো যাবে। এটি অ্যান্ড্রয়েড 6.0 মার্শমেলোর EMUI 4.1তে কাজ করে।

Honor Holly 3+  ফোনটিতে 13 মেগাপিক্সালের রেয়ার ক্যামেরা আর 8 মেগাপিক্সালের ফ্রন্ট ক্যামেরা আছে। এতে 3100mAh এর ব্যাটারি আছে। এটি একটি 4G VoLTE স্মার্টফোন। 

Aparajita Maitra
Digit.in
Logo
Digit.in
Logo