ফ্লিপকার্টে শুরু হল ‘ Honor Days Sale’ ডিস্কাউন্ট, এক্সচেঞ্জ অফারের সঙ্গে বেশ কিছু ডিল পান

ফ্লিপকার্টে শুরু হল ‘ Honor Days Sale’ ডিস্কাউন্ট, এক্সচেঞ্জ অফারের সঙ্গে বেশ কিছু ডিল পান
HIGHLIGHTS

ফ্লিপকার্টে Honor Days Sale 18 সেপ্টেম্বর থেকে 21 সেপ্টেম্বর পর্যন্ত চলবে আর এর সময়ে বেশ কিছু স্মার্টফোন ভাল ডিস্কাউন্টে পাওয়া যাবে

হুয়াইয়ের অনলাইন সাব ব্র্যান্ড হনার আজকে ফ্লিপকার্টে ‘ Honor Days Sale’ শুরু করেছে। আর এই সেল 18 থেকে 21 সেপ্টেম্বর পর্যন্ত চলবে। আর এই চার দিন Honor য়ের বেশ কিছু স্মার্টফোনের ওপর ভাল ডিস্কাউন্ট আর ডিল আর অফার পাওয়া যাবে আর এই স্মার্টফোন গুলির মধ্যে Honor 9N, Honor 9 Lite, Honor 9i আর Honor 10 আছে।

‘Honor Days Sale’ য়ে 18 থেকে 21 সেপ্টেম্বরের মধ্যে আপনারা Honor ইয়ের Honor 9 Lite স্মার্টফোনের 4GB/64GB ভেরিয়েন্ট 3,000টাকার এক্সট্রা এক্সচেঞ্জ অফারের সঙ্গে কিনতে পারবেন। আর গ্রাহকরা Honor 10 য়ের 6GB/128Gb ভেরিয়েন্টটি 32,999টাকার বদলে 27,999টাকায় কিনতে পারবেন।

Honor সেলের সময়ে Honor 10 য়ের এই এই ভেরিয়েন্টটি আর Honor 9i ইয়ের ভেরিয়েন্টের ওপর 5,000টাকার ডিস্কাউন্ট অফার করছে। honor 9i য়ের 4Gb/64GB ভেরিয়েন্টটি 19,999 টাকার বদলে 14,999টাকায় কেনা যাবে।

নচ ডিসপ্লে যুক্ত Honor 9N ও এই সেলে পাওয়া যাবে। সেখানে গ্রাহকরা 1,000টাকার এক্সট্রা এক্সচেঞ্জ অফার পাবেন। আর গ্রাহকরা এই ডিভাইসের 3GB/32Gb আর 4GB/64GB ভেরিয়েন্টটি কিনতে পারবেন। আর এছাড়া সব গ্রাহকরা HDFC র ক্রেডিট কার্ডের মাধ্যমে EMI ট্রাঞ্জাক্সানের পরে 5% ইন্সট্যান্ট ডিস্কাউন্ট পেতে পারেন।

আর এছাড়া হনার এও জানিয়েছে যে বাজেট স্মার্টফোন Honor 7S ও 19 আর 21 সেপ্টেম্বর ফ্লিপকার্টে সেলে আসবে, আর ওয়েবসাইটে এখন শুধু 19 সেপ্টেম্বরের ডিভাইস লিস্টেড করা হয়েছে।

Digit Bangla
Digit.in
Logo
Digit.in
Logo