দারুন ক্যামেরার সঙ্গে লঞ্চ হয়েছে HONOR 9 সিরিজের দুই ফোন

Updated on 25-Jul-2019
HIGHLIGHTS

Honor 9X ফোনে ডুয়াল ক্যামেরা আছে

Honor 9X সিরিজের দাম CNY 1,399

দুটি ফোনে 48MP র ক্যামেরা দেওয়া হয়েছে

হনার তাদের লেটেস্ট স্মার্টফোন Honor 9X আর Honor 9X Pro চিনে লঞ্চ করেছে। এই ফোনে আপনারা নচ লেস ডিসপ্লে, হিলিকন কিরিন 810 SoC, GPU Turbo 3.0 , সাইড মাইন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সার আছে। আর এই দুই ফোনে আপনারা 4000mAh য়ের ব্যাটারি পাবেন। আর এর সঙ্গে এই ফোনে আপনারা 16MP র পপ আপ ক্যামেরাও সেলফি ক্যামেরা হিসাবে পাবেন।

আর আপনারা যদি Honor 9X আর Honor 9X Pro ফোনের পার্থক্য দেখতে চান তবে বলে রাখি এদের পার্থক্য যে পার্থক্য এদের ক্যামেরাতে। Honor 9X Pro ফোনে আপনারা ট্রিপেল ক্যামেরা সেটআপ পাবেন আর Honor 9X ডুয়াল ক্যামেরার স্নেগ এসেছে। আর কোম্পানি X শেপ গ্লাস গ্রেডিয়েন্ট ফিনিস ব্যাকের সঙ্গে আসে। আর Honor 9X ফোনটি মিডনাইট ব্ল্যাক, মিডনাইট ব্লু আর রেড কালারে আসবে আর এই ফোনের প্রো ভেরিয়েন্ট মিডনাইট ব্ল্যাক আর ফ্যান্টম ব্লু কালারে হবে।

Honor 9X , Honor 9X Pro ফোনের দাম

আমরা যদি এই দুই নতুন হনার ফোনের দামের বিষয়ে বলি তবে Honor 9X ফোনটির প্রথমিক দাম চিনে 1,399 ইউয়ান মানে প্রায় 14,000 টাকা রাখা হয়েছে। আর এই ফোনের দাম এর 4GB/64GB ভেরিয়েন্টের। আর ফোনটির 6GB/64GB ভেরিয়েন্টের দাম 1,599 ইউয়ান মানে প্রায় 16,000 টাকা। আর এই ফোনের 6GB র‍্যাম আর 128GB স্টোরেজ ভেরিয়েন্টের দাম 1,899 ইউয়ান প্রায় 19,000 টাকা।

আর আমরা যদি এই ফোনের প্রোভেরিয়েন্টের দাম দেখি তবে Honor 9X Po ফোনের দাম 2,199 ইউয়ান থেকে শুরু হচ্ছে আর এর দাম প্রায় 22,000 টাকার কাছাকাছি হচ্ছে আর এটি এই ফোনের 8GB/128GB র দাম আর এই ফোনের 8GB/256GB র দাম 2,399 ইউয়ান মানে প্রায় 24,000 টাকার কাছাকাছি।

Honor 9X ফোনের স্পেসিফিকেশান

হনারের এই ফোনে আপনারা 6.59 ইঞ্চির ফুল HD+(1080x2340p) ডিসপ্লে পাবেন। ফোনটি অ্যান্ড্রয়েড পাই নির্ভর EMIUI 9.1.1 য়ে চলে। আর এই ফোনে আপনারা হিলিকন কিরিন 810 অক্টা কোর প্রসেসার আর 6GB র‍্যাম পাবেন। ফোনে আপনারা 64GB স্টোরেজ আর 128GB স্টোরেজ পাবেন যা 512 GB পর্যন্ত এক্সপেন্ড করা যায়।

এই ফোনের ক্যামেরার বিষয়টি যদি দেখা হয় তবে এই ফোনে আপনারা ডুয়াল ক্যামেরা পাবেন যা f/1.8 অ্যাপার্চারের 48MP র ক্যামেরা যুক্ত আর এর সঙ্গে একটি 2MP র ক্যামেরা আছে। আর এই ফোনে সেলফি নেওয়ার জন্য একটি f/2.2 অ্যাপার্চারের 16MP র ক্যামেরা আছে। আর এই ফোনে আপনারা 4000mAh য়ের ব্যাটারি পাবেন।

Honor 9X Pro ফোনের স্পেসিফিকেশান

Honor 9X Pro ফোনে আপনারা ট্রিপেল রেয়ার ক্যামেরা পাবেন। আর এই ফোনের ক্যামেরাতে 48MP র ক্যামেরার সঙ্গে একটি 2MP আর একটি 8MP র ক্যামেরা দেওয়া হয়েছে। আর এই ফোনে আপনারা 8GB র‍্যামের সঙ্গে 256GB স্টোরেজ পাবেন।

Honor 9X সিরিজ ভারত লঞ্চের খবর

চিনের বাজারে Honor 9X সিরিজ লঞ্চ হেয়ছে আর এবার এই সিরিজটি ভারতে তাড়াতাড়ি লঞ্চ হবে বলে মনে করা হচ্ছে। আর সম্প্রতি Honor ইন্ডিয়ার প্রসেডেন্ট Charles Peng PTI কে এই বিষয়ে জানিয়েছে।

এই ফোনের সঙ্গে কোম্পানি 'Honor Smart Screen TV' ও আনতে পারে। আর ইন্টারভিউতে Charles Peng  নিশ্চিত করেছেন যে কোম্পানি তাড়াতাড়ি ভারতে তাদের স্মার্ট টিভি লঞ্চ করবে আর এর সঙ্গে Honor 9X সিরিজের ফোনও আসবে।

আর এর সঙ্গে তার কথা অনুসারে ভারতে সামনের বছর মানে 202 সালের মধ্যে 10% মার্কেট শেয়ার বৃদ্ধির উদ্দেশ্যে এগোচ্ছে। Honor 9X সিরিজের স্মার্টফোন Honor 9X আর Honor 9X Pro, Honor 8X য়ের নেক্সট জেনারেশ স্মার্টফোন হিসাবে আসবে যা 2018 সালে লঞ্চ হয়েছিল।

 

 

Connect On :