Honor 9i স্মার্টফোনটি 4টি ক্যামেরার সঙ্গে লঞ্চ হয়েছে, ফ্লিপকার্টে স্পেশালি পাওয়া যাচ্ছে এই ফোনটি
এই ফোনটির ব্যাকে 16MP+2MP’র ক্যামেরা সেটআপ আছে, আর এই ফোনটির ফ্রন্টে 13MP আর 2MP’র ক্যামেরা সেটআপ দেওয়া আছে, এই স্মার্টফোনটির দাম Rs 17,999
Honor তাদের নতুন স্মার্টফোনটি Honor 9i ভারতে লঞ্চ করেছে। এই স্মার্টফনটির দাম Rs 17,999 আর এই স্মার্টফোনটি 14 অক্টোবর স্পেশালি ফ্লিপকার্টে পাওয়া যাবে। অন্যন্য নতুন স্মার্টফোনের মতন Honor 9iও 18:9 এর অ্যাস্পেক্ট রেশিও যুক্ত 5.9 ইঞ্চির ফুল ভিউ ডিসপ্লে যুক্ত ফোন যার রেজিলিউশান 2160 X 1080 পিক্সাল। তবে এই ফোনটির সব থেকে বড় স্পেশালিটি এর ক্যামেরা সেটআপ। এই ডিভাইসের ব্যাক আর ফ্রন্ট দুদিকেই ডুয়াল ক্যামেরা দেওয়া হয়েছে।
এই ফোনটির রেয়ার প্যানেলে 16MP+2MP’র ক্যামেরা সেটআপ আছে যার মধ্যে একটি লেন্স ইমেজ ডিটেলস ক্যাপচার করে আর অন্য লেন্সটি ডপথ মাপার জন্য ব্যবহার করা হয়। এর ফোনটির ফ্রন্টে 13MP+2MP’র ক্যামেরা আছে। এছাড়া এই ডিভাইসটি স্মার্ট সেলফি ফ্ল্যাশ নামে একটি নতুন ফিচার নিয়ে এসেছে যা অ্যাম্বিয়েন্ট লাইট অনুসারে ব্রাইটনেস অ্যাডজাস্ট করে।
এছাড়া এই ফোনটিতে কিরিন 659 SoC, 4GB র্যাম আর 64GB ইনবিল্ড স্টোরেজ আছে, এই স্টোরেজকে 128GB অব্দি বাড়ানো যায়। Honor 9i ফোনটিতে 3340mAh এর ব্যাটারি আছে। Honor 9i হাই সাউন্ড সাপোর্ট করে। এই ফোনটি EMUI 5.1 তে চলে যা অ্যান্ড্রয়েড নৌগাট যুক্ত।
ফোন ছারাও Honor তাদের দুটি নতুন ট্যাবলেট Mediapad T3 আর Mediapad T3 10ও লঞ্চ করেছে। Mediapad T3 তে 8 ইঞ্চির ডিসপ্লে দেওয়া হয়েছে আর এটি 2GB র্যাম আর 16GB স্টোরেজ যুক্ত আর এই ট্যাবলেটটির দাম Rs 12,999। Mediapad T3 10 তে 9.6 ইঞ্চির ডিসপ্লে দেওয়া হয়েছে। এই ট্যাবলেটটি 2 ভেরিয়েন্টে পয়ায় যায়। এর 2GB/16GB ভেরিয়েন্টটির দাম Rs 14,999 আর 3GB/32GB ভেরিয়েন্টটির দাম Rs 16,999। দুটি ডিভাইসই মেটাল বিল্ট ডিজাইন যুক্ত আর এটি কোয়াড কোর প্রসেসার আর 4800mAh ব্যাটারি যুক্ত। দুটি ট্যাবলেটই EMUI 5.1 এ চলে আর যা অ্যান্ড্রয়েড নৌগাট যুক্ত।