200MP ক্যামেরা, 50MP ফ্রন্ট ক্যামেরা এবং 512GB স্টোরেজ সহ ভারতীয় বাজারে ধামাকা করতে আসল Honor 90 5G, দাম কত?
Honor কয়েক বছর পর তার নতুন স্মার্টফোন Honor 90 5G এর সঙ্গে ভারতীয় বাজারে ক্যামব্যাক করেছে
লেটেস্ট ফোনটি সবচেয়ে বেশি 3840Hz PWM ডিমিং ফিচার সহ আনা হয়েছে
Honor 90 5G ফোনে 200 মেগাপিক্সেলের মেইন রিয়ার ক্যামেরা, 50 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা, 5000mAh ব্যাটারি এবং কোয়াড-কার্ভড ফ্লোটিং ডিসপ্লের মতো ফিচার রয়েছে
Honor কয়েক বছর পর তার নতুন স্মার্টফোন Honor 90 5G এর সঙ্গে ভারতীয় বাজারে ক্যামব্যাক করেছে। লেটেস্ট ফোনটি সবচেয়ে বেশি 3840Hz PWM ডিমিং ফিচার সহ আনা হয়েছে। Honor 90 5G ফোনে 200 মেগাপিক্সেলের মেইন রিয়ার ক্যামেরা, 50 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা, 5000mAh ব্যাটারি এবং কোয়াড-কার্ভড ফ্লোটিং ডিসপ্লের মতো ফিচার রয়েছে। আসুন জেনে নেওয়া যাক ফোনের দাম এবং স্পেসিফিকেশন কী কী…
Honor 90 5G দাম কত এবং ভারতে কোথায়-কবে থেকে বিক্রি
এই স্মার্টফোন তিনটি কালার অপশনে আসে-Emerald Green, Diamond Silver এবং Midnight Black। ভারতে Honor 90 5G ফোনের 8GB + 256GB স্টোরেজ মডেলের দাম 37,999 টাকা রাখা হয়েছে। পাশাপাশি, ফোনের 12GB + 512GB স্টোরেজ মডেলের দাম 39,999 টাকা। কোম্পানি জানিয়েছে যে কিছু গ্রাহকরা ফোনের আর্লি বর্ড প্রাইসে এটি 27,999 এবং 29,999 টাকায় কিনতে পারবেন।
আরও পড়ুন: POCO লঞ্চ করল সস্তা 5G Phone এর নতুন ভ্যারিয়্যান্ট, কম দামে পাওয়া যাবে 50MP Camera
18 সেপ্টেম্বর দুপুর 12টা থেকে বিক্রি হবে Honor 90 5G ফোনটি। ই-কমার্স Amazon সাইট থেকে কেনা যাবে এই ফোন। কোম্পানি এই ফোনে 2000 টাকার এক্সচেঞ্জ ডিসকাউন্ট অফার করছে। এছাড়া ICICI এবং SBI কার্ড পেমেন্টে 3000 টাকার অতিরিক্ত ইনস্ট্যান্ট পাবেন। আপনি চাইলে 30 দিনের মধ্যেও ফোনটি এক্সচেঞ্জও করা যাবে।
Honor 90 5G ফোনে ফিচার এবং স্পেসিফিকেশন
ডিসপ্লের কথা বললে Honor 90 5G ফোনে 6.7-ইঞ্চি 1.5K কোয়াড-কার্ভড AMOLED ডিসপ্লে রয়েছে যার সাথে 120Hz রিফ্রেশ রেট দেওয়া হয়েছে। এতে 1600 নিটস এর পিক ব্রাইটনেস এবং 3840Hz PWM ডিমিং টেকনোলজি অফার করা হয়েছে।
The moment you’ve been waiting for is here! Discover the future of smartphones at an astonishing price of ₹34,999. Join us on 18th Sept, 12PM and be part of the tech sale on Amazon.
Know more : https://t.co/QTw7mGqlN7#ShotOnHONOR90 #ShareYourVibe pic.twitter.com/Gkf2Ww1VoR
— HTECH (@ExploreHONOR) September 14, 2023
Qualcomm Snapdragon 7 Gen 1 প্রসেসরে কাজ করবে Honor 90 5G ফোন।
স্মার্টফোনে 8GB এবং 12GB LPDDR5 RAM সাপোর্ট দেওয়া। এটি 256GB এবং 512GB UFS 3.1 স্টোরেজ সহ আসে। ফোনে 7GB পর্যন্ত টার্বো র্যামও অফার করা হয়েছে।
ফটোগ্রাফির জন্য Honor 90 5G ফোনে ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ দেওয়া। ফোনের প্রাইমারি সেন্সর 200 মেগাপিক্সেলের। এছাড়া এতে 12 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড সহ ম্যাক্রো ক্যামেরা এবং ডেপথ ক্যামেরা রয়েছে। সেলফি এবং ভিডিও কলিংয়ের জন্য 50 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা রয়েছে।
Honor 90 5G ফোনের সাথে 5000mAh ব্যাটারি দেওয়া হয়েছে, যার সাথে 66W ফাস্ট চার্জিং সাপোর্ট রয়েছে। কোম্পানি ফোনের সাথে বিনামূল্যে চার্জর দেবে বলে জানিয়েছে।
Joyeeta Bhattacharya
Joyeeta Bhattacharya fell in love with technology at an early age, believing that technology was the secret to unlock India's limitless potential. She is currently Assistant Editor - Bangla at Digit. View Full Profile