Honor 90 5G: 200MP ক্যামেরা সহ Honor এর নতুন ফোন India Launch Date Confirm

Honor 90 5G: 200MP ক্যামেরা সহ Honor এর নতুন ফোন India Launch Date Confirm
HIGHLIGHTS

আগামী 14 সেপ্টেম্বর দুপুর 12.30টায় তার নতুন ফোন HONOR 90 5G এর সাথে ভারতে রি-এন্ট্রি করতে চলেছে

Amazon সাইটে আপকামিং ফোনের ডেডিকেটেড পেজ লাইভ করে দেওয়া হয়েছে

Honor 90 5G ফোনটি Snapdragon 7 Gen 1 প্রসেসরে কাজ করবে

Honor 90 5G ফোনের ভারতের লঞ্চের তারিখ কোম্পানির পক্ষ থেকে অফিসিয়াল ঘোষনা করে দেওয়া হয়েছে। HONOR Tech এর তরফ থেকে আজই ঘোষনা করে দিয়েছে যে সংস্থা আগামী 14 সেপ্টেম্বর দুপুর 12.30টায় তার নতুন ফোন HONOR 90 5G এর সাথে ভারতে রি-এন্ট্রি করতে চলেছে।

Amazon সাইটে আপকামিং ফোনের ডেডিকেটেড পেজ লাইভ করে দেওয়া হয়েছে। পেজ থেকে জানা গিয়েছে যে ফোনটি 200MP প্রাইমারি ক্যামেরা সেন্সর সহ আসবে। এছাড়া ফোনে 380Hz রিস্ক-ফ্রি ডিমিং ফিচার এবং Android 13 ভিত্তিক MagicOS 7.1 দেওয়া হবে।

আরও পড়ুন: Xiaomi 14 Series: শাওমির Upcoming Phones এর Launch Timeline Leak, প্রকাশ হল Feature-Specs

HONOR 90 5G ফোনটি ভারতে কবে হবে লঞ্চ

মনে করিয়ে দি যে Honor ভারতে HTECH ব্র্যান্ডের আওতায় বাজারে আনা হবে। এই হিসেবে HTECH এর ভারতে প্রথম ফোন হবে Honor 90 5G। ভারতে আপকামিং Honor 90 5G ফোনের লঞ্চ ইভেন্ট 14 সেপ্টেম্বর দুপুর 12.30 টায় শুরু হবে। এই লঞ্চ ইভেন্টটি কোম্পানির অফিসিয়াল সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম সহ Amazon সাইটে লাইভ দেখা যাবে।

Honor 90 5G  ফোনে কী থাকবে স্পেসিফিকেশন

Honor 90 5G ফোনে 6.7-ইঞ্চি AMOLED ডিসপ্লে দেওয়া হবে, যার সাথে থাকবে কোয়াড-কার্ভড ডিজাইন এবং ইন-স্ক্রিন ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার ফিচার। এর সাথে থাকবে 120Hz রিফ্রেশ রেট, 3840Hz PWM ডিমিং সাপোর্ট।

Honor 90 5G  ফোনটি Snapdragon 7 Gen 1 প্রসেসরে কাজ করবে। সাথে MagicOS 7.1 ভিত্তিক Android 13 অপারেটিং সিস্টামে কাজ করবে।

আরও পড়ুন: Oneplus 12 render Image leak: স্টাইলিশ Design এবং Camera মডিউল সহ নতুন ছবি ফাঁস

আপকামিং ফোনটি 16GB পর্যন্ত RAM এবং 512GB পর্যন্ত স্টোরেজ সহ আসবে।

ফটোগ্রাফির জন্য Honor 90 5G ফোনে 50MP সেলফি ক্যামেরা অফার করা হবে।

ফোনের পিছনের প্যানেলে ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ থাকবে, যার 200MP মেইন সেন্সর, 12MP আল্ট্রা-ওয়াইড লেন্স এবং 2MP ডেপথ ক্যামেরা দেওয়া হবে।

পাওয়ার দিতে Honor 90 5G ফোনে 5000mAh ব্যাটারি সাপোর্ট করবে।

ভারতে কত দামে বিক্রি হবে Honor 90 5G

ভারতের বাজারে Honor 90 5G ফোনের দাম 35000 টাকার কাছাকাছি হতে পারে। ফোনটি ই-কমার্স সাইট Amazon-এ বিক্রি করা হবে।

আরও পড়ুন: Infinix Zero 30 5G Launched India: সেলফি নিতে ভালবাসেন? Infinix আনল 50MP ফ্রন্ট ক্যামেরা সহ প্রথম ফোন, বাজেট প্রাইসে দামি ফোনকে দিচ্ছে টেক্কা

Joyeeta Bhattacharya

Joyeeta Bhattacharya

Joyeeta Bhattacharya fell in love with technology at an early age, believing that technology was the secret to unlock India's limitless potential. She is currently Assistant Editor - Bangla at Digit. View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo