11,000 টাকা সস্তায় কেনা যাবে 200MP ক্যামেরার Honor ফোন, জানুন দাম এবং অফার কী
Amazon এর মেগা সেলে Honor 90 ফোনে ছাড় দেওয়া হচ্ছে
Honor 90 দাম 11,000 টাকা কমে 26,999 টাকা হয়ে যাবে
এই ফোনে 200MP ক্যামেরা রয়েছে
আমাজনের গ্রেট ইন্ডিয়ান ফেস্টিভ্যাল সেল শুরু হচ্ছে 8 অক্টোবর থেকে। আপনি যদি Amazon Prime মেম্বর হন, তবে 7 অক্টোবর রাত 12 থেকে এই সেলের এক্সেস পেয়ে যাবেন। সেল চলাকালীন Honor 90 স্মার্টফোনে বাম্পার ডিসকাউন্ট অফার করা হচ্ছে।
Amazon এর মেগা সেলে Honor 90 ফোনে ছাড় দেওয়া হচ্ছে। বলে দি যে এই ফোনটি সম্প্রতি ভারতে লঞ্চ হয়েছে৷ এই ফোনের বিশেষ ফিচার হল 200 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা। এছাড়া, এই ফোনটি স্ন্যাপড্রাগন 7 জেন 1 প্রসেসরে কাজ করে।
Honor 90 ফোনে আমাজন ডিসকাউন্ট
Amazon সাইটে এই ফোনে 7000 টাকার ডিসকাউন্ট দেওয়া হচ্ছে। এছাড়া আপনি যদি SBI কার্ড দিয়ে পেমেন্ট করেন, তবে 4000 টাকার অতিরিক্ত ছাড় পেতে পারেন।
ছাড়ের পর Honor 90 দাম 11,000 টাকা কমে 26,999 টাকা হয়ে যাবে। এই দামে 8GB RAM+256GB স্টোরেজ মডেল কেনা যাবে।
এছাড়া, ফোনের 12GB+512GB স্টোরেজ মডেলে 6000 টাকার ছাড় দেওয়া হবে। এবং SBI কার্ড পেমেন্টে থাকছে 4000 টাকার অতিরিক্ত ডিসকাউন্ট। ছাড়ের পর ফোনের দাম 29,999 টাকা হয়ে যাবে।
Honor 90 ফোনে ফিচার এবং স্পেসিফিকেশন কী রয়েছে
Honor 90 ফোনে 6.7-ইঞ্চি 1.5K কোয়াড-কার্ভড AMOLED ডিসপ্লে পাওয়া যাবে, যার রিফ্রেশ রেট 120 এবং 1600nits পিক ব্রাইটনেস পাওয়া যাবে।
প্রসেসরের হিসেবে ফোনে কোয়ালকম স্ন্যাপড্রাগন 7 জেন প্রসেসর দেওয়া হয়েছে। এতে 12 জিবি পর্যন্ত RAM এবং 512 জিবি পর্যন্ত স্টোরেজ দেওয়া রয়েছে।
The Amazon Great Indian Festival is here!
— HTECH (@ExploreHONOR) October 6, 2023
Grab HONOR 90 at an Unmatched price of ₹26,999*, starting 8th Oct#AmazonSpecial #HONOR90 #AmazonGreatIndianFestival #OpenBoxesOfHappines #ShareYourVibe
T&C Apply pic.twitter.com/mneYASCdRP
ফটোগ্রাফির জন্য ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ পাওয়া যাবে, যার মেইন সেন্সর 200 মেগাপিক্সেলের দেওয়া, তার সাথে 12 মেগাপিক্সেলের আল্ট্রা-ওয়াইড এবং ম্যাক্রো ক্যামেরা এবং 2 মেগাপিক্সেল ডেপথ সেন্সর দেওয়া।
সেলফি তোলার জন্য এতে ফ্রন্ট ক্যামেরাতে 50 মেগাপিক্সেল দেওয়া হয়েছে।
পাওয়ার দিতে Honor 90 ফোনে 5000mAh ব্যাটারি পাওয়া যাবে, যেখানে 65W সুপারচার্জ চার্জিং রয়েছে।
Joyeeta Bhattacharya
Joyeeta Bhattacharya fell in love with technology at an early age, believing that technology was the secret to unlock India's limitless potential. She is currently Assistant Editor - Bangla at Digit. View Full Profile