Confirm: 200MP সেন্সর সহ Honor First 5G Phone-এর Price Leak, জানুন কেমন হবে ফোনটি

Confirm: 200MP সেন্সর সহ Honor First 5G Phone-এর Price Leak, জানুন কেমন হবে ফোনটি
HIGHLIGHTS

Honor এর নতুন ফোন Honor 90 5G শীঘ্রই ভারতে লঞ্চ হবে বলে খরব রয়েছে

টিপস্টার Honor 90 5G এর ভারতীয় ভ্যারিয়্যান্টের স্পেসিফিকেশন এবং দাম প্রকাশ করেছে

টিপস্টার যোগেশ বরার তার X (টুইটার) সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে Honor 90 5G ফোনের স্পেসিফিকেশন এবং দাম শেয়ার করেছে

Honor এর নতুন ফোন Honor 90 5G শীঘ্রই ভারতে লঞ্চ হবে বলে খরব রয়েছে। স্মার্টফোনটি এই বছর মে মাসে Honor 90 Pro ফোনের সাথে চিনের বাজারে চালু করা হয়েছিল। তবে ভারতীয় বাজারে Honor 90 Pro লঞ্চ করা নিয়ে কোনো খবর নেই।

Honor 90 ফোনের একটি টিজার Honortech CEO মাধব শেঠ এর আগে প্রকাশ করেছিলেন। সম্প্রতি একজন টিপস্টার Honor 90 5G এর ভারতীয় ভ্যারিয়্যান্টের স্পেসিফিকেশন এবং দাম প্রকাশ করেছে। আসুন জেনে নেওয়া যাক Honor 90 5G ফোনের সমস্ত ডিটেল…

আরও পড়ুন: Realme Narzo 60X: 12GB RAM সহ সস্তা 5G Phone ভারতে লঞ্চ করল Realme, ভারতে দাম কত জানেন?

Honor 90 5G ফোনের ভারতে কত হবে দাম

টিপস্টার যোগেশ বরার তার X (টুইটার) সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে Honor 90 5G  ফোনের স্পেসিফিকেশন এবং দাম শেয়ার করেছে। আপকামিং স্মার্টফোনটি 30,000 টাকা থেকে 40,000 টাকা মধ্যে আসতে পারে। ফোনটি গ্রিন, সিলভার এবং ব্ল্যাক কালার অপশনে আসবে।

Honor 90 5G ফোনে কী স্পেসিফিকেশন থাকবে

Honor 90 5G-এর ভারতীয় ভ্যারিয়্যান্টে 6.7-ইঞ্চি 1.5K কার্ভড AMOLED ডিসপ্লে থাকতে পারে। ফোনের ডিসপ্লেতে 120Hz রিফ্রেশ রেট সাপোর্ট দেওয়া হবে। প্রসেসরের কথা বললে, এই স্মার্টফোন অক্টা-কোর কোয়ালকম Snapdragon 7 Gen 1 প্রসেসরে কাজ করতে পারে।

স্টোরেজ হিসেবে ফোনে 12GB RAM এবং 256GB ইনবিল্ট স্টোরেজ দেওয়া যেতে পারে।

আরও পড়ুন: Moto G54 5G: 12GB RAM এবং বাম্পার স্টোরেজ সহ ভারতে লঞ্চ First Powerful Phone

Honor India hints that honor 90 series will launch soon

ক্য়ামেরা সেটআপের কথা বললে, Honor 90 5G ফোনের রিয়ার তিনটি ক্য়ামেরা সেটআপ থাকবে। এতে 200MP এর প্রাইমারি সেন্সর, 12MP এর আল্ট্রা-ওয়াইড-এঙ্গেল ক্য়ামেরা এবংস 2MP এর ম্যাক্রো ক্যামেরা থাকবে বলে আশা করা হচ্ছে।

Honor 90 5G ফোনে ফ্রন্ট ক্যামেরা কত থাকবে সেই বিষয় টিপস্টার কোনো তথ্য দেয়নি, তবে কিছু লিক রিপোর্ট থেকে জানা গিয়েছে যে ফোনে 50-মেগাপিক্সেল সেলফি ক্যামেরা থাকবে।

Honor 90 5G-এর ভারতীয় মডেলে 66W ওয়্যারড ফাস্ট চার্জিং সাপোর্ট সহ 5,000mAh ব্যাটারি পাওয়া যাবে। সিকিউরিটির জন্য, ফোনে একটি ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর থাকতে পারে। 

অপারেটিং সিস্টেমের কথা বললে, এই ফোনটি Android 13 ভিত্তিক MagicOS 7.1-এ কাজ করবে।

আরও পড়ুন: Realme C51 vs Redmi 12: নতুন Realme ফোন কি দিতে পারবে Redmi ফোনকে টেক্কা? দেখুন Full Comparison

Joyeeta Bhattacharya

Joyeeta Bhattacharya

Joyeeta Bhattacharya fell in love with technology at an early age, believing that technology was the secret to unlock India's limitless potential. She is currently Assistant Editor - Bangla at Digit. View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo