HIGHLIGHTS
Honor 90 5G স্মার্টফোনেক আজ প্রথম সেল শুরু হয়েছে Amazon সাইটে এই ফোনে এক্সক্লুসিভ লঞ্চ অফার পাওয়া যাবে লঞ্চ অফারের আওতায় Honor 90 5G ফোনে 3000 টাকার ইনস্ট্যান্ট ব্যাঙ্ক ডিসকাউন্ট পেতে পারেন Honor 90 5G ফোনটি লো ব্লু লাইট হার্ডওয়্যার সহ আনা হয়েছে। কোম্পানি এতে 3840Hz রিস্ক ফ্রি ডিমিং ডিসপ্লে অফার করেছে Honor 90 5G স্মার্টফোনেক আজ প্রথম সেল শুরু হয়েছে। সম্প্রতি লঞ্চ হওয়া এই ফোনর দাম 37,999 টাকা থেকে শুরু হচ্ছে। তবে আজকের সেলে আপনি এই ফোনে 10,000 টাকা পর্যন্ত সেভিং করতে পারবেন।
Honor 90 5G ফোনে স্পেশাল অফার Amazon সাইটে এই ফোনে এক্সক্লুসিভ লঞ্চ অফার পাওয়া যাবে। আসুন জেনে নেওয়া যাক সমস্ত ডিটেল
https://twitter.com/MadhavSheth1/status/1703249869631074425?ref_src=twsrc%5Etfw
লঞ্চ অফারের আওতায় Honor 90 5G ফোনে 3000 টাকার ইনস্ট্যান্ট ব্যাঙ্ক ডিসকাউন্ট পেতে পারেন। Honor 90 5G ফোনটি SBI এবং ICICI কার্ড পেমেন্টে ইনস্ট্যান্ট ছাড় পাওয়া যাবে। এক্সচেঞ্জ অফারে আপনি পুরানো ফোনের বদলে নতুন ফোনে অতিরিক্ত 2000 টাকা ছাড় পেতে পারেন। Honor 90 5G ফোনের প্রথম সেলে গ্রাহকরা 5000 টাকার লঞ্চ ডিসকাউন্ট পাবেন। এখান থেকে কিনুন Honor 90 5G Specification Honor 90 5G ফোনটি লো ব্লু লাইট হার্ডওয়্যার সহ আনা হয়েছে। কোম্পানি এতে 3840Hz রিস্ক ফ্রি ডিমিং ডিসপ্লে অফার করেছে।
Honor 90 5G ফোনে থাকছে 6.7-ইঞ্চি 1.5K কোয়াড-কার্ভড AMOLED ডিসপ্লে, যা 120Hz রিফ্রেশ রেট সহ আসে।
ফোনে পারফরম্যান্স বাড়াতে Qualcomm Snapdragon 7 Gen 1 প্রসেসর দেওয়া।
Honor 90 5G ফোনে কোম্পানি ভার্চুয়াল RAM এর সুবিধা দিয়েছে। ফোনে বেস মডেলে 5GB এবং টপ মডেলটি 7GB অতিরিক্ত RAM পাওয়া যাবে।
Honor 90 5G ফোনে কার্ভড স্ক্রিন সহ আনা হয়েছে।
Honor 90 5G ফোনে ট্রিপল রিয়ার ক্যামেরা দেওয়া, যার মেইন সেন্সর 200MP রয়েছে। এর সাথে 12MP আল্ট্রা ওয়াইড সহ ম্যাক্রো ক্যামেরা এবং ডেপথ সেন্সর রয়েছে। ভিডিও কলিংয়ের জন্য 50MP ফ্রন্ট সেন্সর দেওয়া।
ফোনে পাওয়ার দিতে 5000mAh ব্যাটারি দেওয়া হয়েছে, যা একবার চার্জে পুরো দিন চলবে বলে দাবি করছে কোম্পানি।
Latest Article
Reliance Jio offer 3GB Daily Data Plan with Netflix OTT Benefits
বিনামূল্যে Netflix সাবস্ক্রিপশন সহ Jio এর সবচেয়ে সস্তা রিচার্জ প্ল্যান, আনলিমিটেড কলিং সহ মিলবে প্রতিদিন 3 জিবি ডেটা
Moto G05 smartphone price under Rs 7000 First sale today in India via Flipkart
7000 টাকার কম দামের নতুন Moto ফোনের সেল শুরু, রয়েছে 50MP ক্যামেরা এবং 5200mAh ব্যাটারি
Oneplus Nord CE4 Lite price drop
Amazon Great Republic Day Sale সেল শুরু, মাত্র 8,999 টাকা থেকে শুরু হচ্ছে স্মার্টফোনের দাম, দেখে নিন টপ 5 বেস্ট ডিল
OnePlus 13R Launched in India 2025
OnePlus 13R ফোনের প্রথম সেল আজ, পুরো 5000 টাকা ছাড়ে কেনার সুযোগ
Poco X6 Neo 5G smartphone price drop 3000 rs cheap on Amazon
Amazon Great Republic Day Sale: প্রাইম মেম্বরদের জন্য রিপাবলিক ডে সেল শুরু, দুর্দান্ত ছাড়ে কিনুন POCO, Oneplus, Realme স্মার্টফোন 32MP সেলফি ক্যামেরা সহ Motorola ফোন আবারও হল সস্তা, 15000 টাকা দামে কেনার সুযোগ 2025 সালে Jio এর আরেকটি বড় ধামাকা অফার, 2 বছর পর্যন্ত বিনামূল্যে মিলবে এই প্রিমিয়াম সুবিধা
Samsung Galaxy S25 Ultra vs Galaxy S24 Ultra 5 things you should expect
Samsung Galaxy S25 Ultra vs Galaxy S24 Ultra: কোন 5টি আপগ্রেড সহ আসবে আপকামিং গ্যালাক্সি এস25 আল্ট্রা, জানুন সমস্ত ডিটেল
top 6000mAh Battery smartphones Price under 16000 check list
6000mAh ব্যাটারি সহ এই 5 শক্তিশালী 5G স্মার্টফোন কিনুন 15000 টাকার বাজেটে, সবচেয়ে সস্তা 11,999 টাকার
Samsung Galaxy S25 Galaxy S25 Plus Galaxy S25 Ultra price leaked before 22 January launch
লঞ্চের আগে ফাঁস হল Samsung Galaxy S25 Series ফোনের দাম, OnePlus 13, iPhone 16 থেকে সস্তা হবে নাকি দামি, জানুন