200MP ক্যামেরা সহ Honor 90 5G-এর আজ First Sale, প্রথম দিনে 10,000 টাকার ছাড়

Updated on 18-Sep-2023
HIGHLIGHTS

Honor 90 5G স্মার্টফোনেক আজ প্রথম সেল শুরু হয়েছে

Amazon সাইটে এই ফোনে এক্সক্লুসিভ লঞ্চ অফার পাওয়া যাবে লঞ্চ অফারের আওতায় Honor 90 5G ফোনে 3000 টাকার ইনস্ট্যান্ট ব্যাঙ্ক ডিসকাউন্ট পেতে পারেন

Honor 90 5G ফোনটি লো ব্লু লাইট হার্ডওয়্যার সহ আনা হয়েছে। কোম্পানি এতে 3840Hz রিস্ক ফ্রি ডিমিং ডিসপ্লে অফার করেছে

Honor 90 5G স্মার্টফোনেক আজ প্রথম সেল শুরু হয়েছে। সম্প্রতি লঞ্চ হওয়া এই ফোনর দাম 37,999 টাকা থেকে শুরু হচ্ছে। তবে আজকের সেলে আপনি এই ফোনে 10,000 টাকা পর্যন্ত সেভিং করতে পারবেন।

Honor 90 5G ফোনে স্পেশাল অফার

Amazon সাইটে এই ফোনে এক্সক্লুসিভ লঞ্চ অফার পাওয়া যাবে। আসুন জেনে নেওয়া যাক সমস্ত ডিটেল

https://twitter.com/MadhavSheth1/status/1703249869631074425?ref_src=twsrc%5Etfw

  • লঞ্চ অফারের আওতায় Honor 90 5G ফোনে 3000 টাকার ইনস্ট্যান্ট ব্যাঙ্ক ডিসকাউন্ট পেতে পারেন।
  • Honor 90 5G ফোনটি SBI এবং ICICI কার্ড পেমেন্টে ইনস্ট্যান্ট ছাড় পাওয়া যাবে।
  • এক্সচেঞ্জ অফারে আপনি পুরানো ফোনের বদলে নতুন ফোনে অতিরিক্ত 2000 টাকা ছাড় পেতে পারেন।
  • Honor 90 5G ফোনের প্রথম সেলে গ্রাহকরা 5000 টাকার লঞ্চ ডিসকাউন্ট পাবেন। এখান থেকে কিনুন

Honor 90 5G Specification

Honor 90 5G ফোনটি লো ব্লু লাইট হার্ডওয়্যার সহ আনা হয়েছে। কোম্পানি এতে 3840Hz রিস্ক ফ্রি ডিমিং ডিসপ্লে অফার করেছে।

Honor 90 5G ফোনে থাকছে 6.7-ইঞ্চি 1.5K কোয়াড-কার্ভড AMOLED ডিসপ্লে, যা 120Hz রিফ্রেশ রেট সহ আসে।

ফোনে পারফরম্যান্স বাড়াতে Qualcomm Snapdragon 7 Gen 1 প্রসেসর দেওয়া।

Honor 90 5G ফোনে কোম্পানি ভার্চুয়াল RAM এর সুবিধা দিয়েছে। ফোনে বেস মডেলে 5GB এবং টপ মডেলটি 7GB অতিরিক্ত RAM পাওয়া যাবে।

Honor 90 5G ফোনে কার্ভড স্ক্রিন সহ আনা হয়েছে।

Honor 90 5G ফোনে ট্রিপল রিয়ার ক্যামেরা দেওয়া, যার মেইন সেন্সর 200MP রয়েছে। এর সাথে 12MP আল্ট্রা ওয়াইড সহ ম্যাক্রো ক্যামেরা এবং ডেপথ সেন্সর রয়েছে। ভিডিও কলিংয়ের জন্য 50MP ফ্রন্ট সেন্সর দেওয়া।

ফোনে পাওয়ার দিতে 5000mAh ব্যাটারি দেওয়া হয়েছে, যা একবার চার্জে পুরো দিন চলবে বলে দাবি করছে কোম্পানি।

Joyeeta Bhattacharya

Joyeeta Bhattacharya fell in love with technology at an early age, believing that technology was the secret to unlock India's limitless potential. She is currently Assistant Editor - Bangla at Digit.

Connect On :