Honor 8X য়ের রিটেল বক্স লিক হল, খুব তাড়াতাড়ি লঞ্চ হতে পারে

Honor 8X য়ের রিটেল বক্স লিক হল, খুব তাড়াতাড়ি লঞ্চ হতে পারে
HIGHLIGHTS

Honor 8X স্মার্টফোনের রিটেল বক্স দেখে মনে হচ্ছে যে এটি AI পাওয়ার্ড ডিভাইস হবে

সম্প্রতি Honor য়ের নতুন স্মার্টফোন TENAAতে দেখা গেছে আর সেখানে এই ডিভাইসটি নচ ডিজাইনের বিষয়ে জানা গেছে। Honor 8X স্মার্টফোনটির রিটেল বক্স অনলাইনে দেখা গেছে। এই ছবি প্রথমে PCPOP শেয়ার করেছিল আর বক্সে বোল্ড করে 8X য়ের সঙ্গে AI লেখা দেখা গেছিল। আর এর থেকে অনুমান করা হচ্ছে যে এই ডিভাইসটি আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স যুক্ত হবে।

Honor 8X য়ে 7.12 ইঞ্চির ডিসপ্লে থাকবে যার রেজিলিউশান 2244×1080 পিক্সাল হবে। আর এর থেকে অনুমান করা হচ্ছে যে এর অ্যাস্পেক্ট রেশিও 18:7:9 হবে। আর এই ডিভাইসের মেজারমেন্ট 177.57×86.24×8.13mm হবে আর এর ওজন 210 গ্রামের হবে। Honor ARE-ALOO মডেল অক্টা কোর প্রসেসার যুক্ত হবে যার ক্লক স্পিড 1.8GHz হবে। আর এই ডিভাইসে 4,900mAh য়ের ব্যাটারি থাকেব। আর এর প্রসেসারের বিষয়ে এখনও জানা যায়নি আর এই ডিভাইসে কিরিন 710 চিপসেট থাকতে পারে বলে মনে করা হচ্ছে।

আর এছাড়া এই স্মার্টফোনে 4GB র‍্যাম আর 64GB স্টোরেজ থাকবে আর এই ডিভাইসের স্টোরেজকে বাড়ানোর জন্য মাইক্রোএসডি কার্ড স্লট থাকবে। আর এই ডিভাইসের ব্যাকে 16 মেগাপিক্সালের প্রাইমারি ক্যামেরা আর 2 মেগাপিক্সলাএর সেকেন্ডারি ক্যামেরা থাকবে। আর এটি অ্যান্ড্রয়েড 8.1 ওরিওর সঙ্গে হুয়াওয়ে EMUI 8 কাস্টমে কাজ করবে।

ভায়াঃ

Digit Bangla
Digit.in
Logo
Digit.in
Logo