Honor 8X স্মার্টফোনটি এবার 11 অক্টবড় ইউরোপে লঞ্চ হবে

Updated on 12-Sep-2018
HIGHLIGHTS

এক সপ্তাহ আগে চিনে Honor 8X আর 8X Max ফোন দুটি লঞ্চ করা হয়েছিল আর 11 অক্টোবড় ইউরোপের প্রাগে লঞ্চ করা হবে

Honor 8X একটি মিড রেঞ্জ স্মার্টফোন। এই ডিভাইসটি Xiaomi Mi A2 আর Xiaomi Redmi Note 5 Pro স্মার্টফোন ছাড়া Nokia 6.1 Plus স্মার্টফোনকেও প্রতিযোগিতায় ফেলার জন্য আসছে। আর এছাড়া এই ফোনে একটি 6.5 ইঞ্চির একটি FHD+ ডিসপ্লে থাকবে আর এটি 18:7:9 অ্যাস্পেক্ট রেশিও যুক্ত। আর এচাহ্রা এতে কিরিন 710 মিড-রেঞ্জ প্রসেসার আছে।

Honor 8X ফোনটি আগে চিনে লঞ্চ হয়েছে আর এই স্মার্টফোনটিতে কিরিন 710 ,6GB র‍্যাম আর 64/128GB স্টোরেজের সঙ্গে লঞ্চ করা হয়েছে। আর এই ডিভাইসের ব্যাকে 20 আর 2 মেগাপিক্সালের ভার্টিকাল ডুয়াল ক্যামেরা সেটআপ আছে। আর এর ডিসপ্লের টপে ছোট নচ আছে আর সেখানে 16MP র ফ্রন্ট ক্যামেরা দেওয়া হয়েছে।

এই স্মার্টফোনটি অ্যান্ড্রয়েড ওরিও নির্ভর EMUI 8.2 তে কাজ করে আর আন্তর্জাতিক মার্কেটে ডিভাইসটি গুগল সার্ভিসের সঙ্গে আসবে। আর এই স্মার্টফোনে একটি 3,750mAh য়ের ব্যাটারি দেওয়া হয়েছে। আর এটি ট্রিপেল কার্ড স্লট যুক্ত আর এতে দুটি ন্যানো সিম কার্ড স্লট আর একটি মাইক্রো এসডি কার্ড স্লট দেওয়া হয়েছে।

Honor 8X  ফোনটি ব্ল্যাক, ব্লু রেড আর পিঙ্ক কালারে লঞ্চ করা হয়েছে আর এই ডিভাইসের দাম CNY 1,399 আর CNY 1,899 য়ের মাঝামাঝাই রাখা হয়েছে। এই ফোনে GPU টার্বো প্রযুক্তি দেওয়া হয়েছে আর এতে গেমিংয়ের পার্ফর্মেন্সে উন্নতি হবে। এই ফোনটিতে কানেক্টিভিটি অপশান আছে আর ডুয়াল 4G ওয়াই ফাই 80.11 ac, ব্লুটুথ 5.0, GPS আর USB Type C পোর্ট দেওয়া হয়েছে।  

Connect On :