Honor য়ের Weibo অ্যাকাউন্টে যে নতুন টিজার দেখা গেছে তা থেকে অনুমান করা হচ্ছে যে Honor 8X আর 8X Max য়ের স্ক্রিন টু বডি রেশিও 90% হবে। আর আগের লিকও এই ডিভাইসে বড় ডিসপ্লের বিষয়েই বলেছে। Honor 8X য়ে 6.5 ইঞ্চির ডিসপ্লে আসতে পারে আর সেখানে 8X Max ফোনে একটি 7.12 ইঞ্চির বড় স্ক্রিন থাকতে পারে। আর এই দুটি ডিসপ্লে ফুল HD+ রেজিলিউশানের হবে যার অ্যাস্পেক্ট রেশিও 19:5:9 হবে। আর এর টপে একটি ছোট নচ থাকবে।
সম্প্রতি Honor 8X কে TENAA তে দেখা গেছিল আর লিস্টিং অনুসারে এই ডিভাইসের স্পেসিফিকেশান আর ফিচার্সের বিষয়ে অনুমান করা গেছে। এই স্মার্টফোনে FHD+ ডিসপ্লে, স্ন্যাপড্র্যাগন 660 চিপসেট , 4GB/6GB র্যাম আর 64GB/128GB ইন্টারনাল স্টোরেজ যুক্ত।
আর এছাড়া এই ফোনে একটি 20 আর 2 মেগাপিক্সালের রেয়ার ক্যামেরা আর 16 মেগাপিক্সলাএর ফ্রন্ট ক্যামেরা থাকবে আর এই ডিভাইসে 3,650mAh য়ের ব্যাটারি থাকবে আর এটি অ্যান্ড্রয়েড 8.1 ওরিওতে কাজ করবে।
Honor 8X Max এই ফোনে ফুল HD+ ডিসপ্লে, স্ন্যাপড্র্যাগন 660 SoC আর 8X য়ের মতন মেমারি থাকবে। আর এই ডিভাইসে 16 আর 2 মেগাপিক্সালের ক্যামেরা সেটআপ থাকবে আর এর ফ্রন্টে 8 মেগাপিক্সালের সেলফি ক্যামেরা থাকবে। আর এছাড়া এই ডিভাইসে 5,000mAh য়ের ব্যাটারি থাকবে যা ফাস্ট চার্জিং সাপোর্ট করবে।
আর আমরা যদি এর টিজারের স্ক্রিন দেখি তবে Honor য়ের দুটি স্মার্টফোন ছাড়া অন্য একটি প্রোডাক্ট Honor Band 4 ও লঞ্চ করা হবে।