ভারতে 4000mAh য়ের ব্যাটারির সঙ্গে Honor 8C ফোনটি ভারতে লঞ্চ হল, এর প্রাথমিক দাম 11,999 টাকা

Updated on 29-Nov-2018
HIGHLIGHTS

Honor ভারতে তাদের Honor 8C ফোনটি দুটি আলাদা আলাদা র‍্যাম আর স্টোরেজ ভেরিয়েন্টের সঙ্গে 11,999 টাকার প্রাথমিক দামে লঞ্চ করা হয়েছে

হনার ভারতে Honor 7C ফোনটির পরের জেনারেশানের নতুন ডিভাইস মানে Honor 8C লঞ্চ করেছে, আর এটি এমন একমাত্র ডিভাইস যা স্ন্যাপড্র্যাগন 632 চিপসেটের সঙ্গে লঞ্চ করা হয়েছে। আর এই ফোনে আপনারা ডুয়াল ক্যামেরা সেটআপ ছাড়া একটি HD+ ডিসপ্লে আর 4000mAh য়ের ব্যাটারি যুক্ত ফোন পাবেন। আর এছাড়া Honor 8C ফোনটির ডিজাইনও বেশ ভাল। আর এই ফোনটি Xiaomi Redmi Note 6 Pro, Nokia 5.1 Plus আর Asus Zenfone Max Pro M1 ফোন গুলির সঙ্গে প্রতিযোগিতা করবে। আর এই ফোনটি আপনারা 4GB র‍্যাম আর 32GB স্টোরেজ আর 4GB র‍্যাম আর 64GB স্টোরেজে লঞ্চ করা হয়েছে।

Honor 8C ফোনটির স্পেসিফিকেশান

আমরা যদি দেখি তবে দেখা যাবে যে Honor 8C ফোনটিতে আপনারা 6.26 ইঞ্চির ফুলভিউ HD+ ডিসপ্লে আছে। আর এই ফোনে আপনারা একটি নচ পাবেন। আর এই ফোনটির ডিজাইন বেশ ভাল। এই ফোনে আপনারা কোয়াল্কম স্ন্যাপড্র্যাগন 632 চিপসেটের সঙ্গে দুটি র‍্যাম আর স্টোরেজ ভেরিয়েন্ট পাবেন। 4GB/32GB আর 4GB/64GB। আর এই ফোনে মাইক্রোএসডি কার্ডের স্লট দেওয়া হয়েছে।

এই ফোনটিতে আপনারা একটি 4000mAh য়ের ব্যাটারি পাবেন। আর এই ফোনটি অ্যান্ড্রয়েড 8.1 Oreo র EMUI 8.2 স্কিন যুক্ত। আর এই ফোনের ক্যামেরার দিকটি দেখলে দেখা যাবে যে এতে আপনারা ডুয়াল ক্যামেরা সেটআপে 13MP+2MP র ক্যামেরা পাবেন। আর এই ফোনে আপনারা ফ্রন্টে 8MP ক্যামেরা পাবেন। আর এই ফোনটিতে AI ক্ষমতার ক্যামেরা দেওয়া হয়েছে।

Honor 8C ফোনটির দাম ও অন্যান্য ডিটেলস

Honor 8C ফোনটি অ্যামাজন এক্সলিউশিভ হিসাবে লঞ্চ করা হয়েছে আর এই ফোনের 4GB/32GB ভেরিয়েন্টটির দাম 11,999 টাকা আর এর 4GB/64Gb স্টোরেজ ভেরিয়েন্টের দাম 12,999 টাকা আর এই ফোনটিকে 10 ডিসেম্বর প্রথম সেলে কেনা যাবে।

Connect On :