ওয়াটার ড্রপ নচের সঙ্গে Honor 8A ফোনটির প্রি-বুকিং শুরু
চিনের স্মার্টফোন কোম্পানি Honor 8A স্মার্টফোনটি অফিসিয়ালি চিনে প্রি অর্ডার করা যাচ্ছে, এই ডিভাইসটি অক্টা কোর মিডিয়াটেক হেলিও P35(MT6765)SoCর সঙ্গে লঞ্চ করা হয়েছে
বৈশিষ্ট্য
- 8 জানুয়ারি এই ফোনটি চিনে লঞ্চ হবে
- EMUI 9.0 যুক্ত ডিভাইস এটি
- Honor 7A ফোনটির আপগ্রেটেড ভার্সান Honor 8A
ভারতে গত বছর লঞ্চ হওয়া Honor 7A ফোনটির আপগ্রেটেড ভার্সান Honor 8A আজকে চিনে লঞ্চ করা হচ্ছে সেখান এই ডিভাইসটির প্রি বুকিং শুরু হয়েছে। কোম্পানি অফিসিয়ালি অনলাইন স্টোর Vmall য়ে কোম্পানির এই ডিভাইসটির সেপক্স আর প্রাসের সঙ্গে লিস্ট করা হয়েছে। এই স্মার্টফোনটির বিষয়ে আমরা যদি দেখি তবে Honor 8A ফোনটিতে HD+ প্যানেল, ওয়াটার ড্রপ স্টাইল ডিসপ্লে নচ, অক্টা কোর মিডিয়াটেক হেলিও P35(MT6765) SoC প্রসেসার আর 3GB র্যাম আছে। আর সেখানে ইউজার্সরা এই স্মার্টফোনটি ভারতে কবে লঞ্চ করা হবে সেই বিষয়ে কিছু জানা যায়নি।
Honor 8A ফোনটির দাম আর স্পেসিফিকেশান
চিনের বাজারে Honor 8A ফোনটির 3GB র্যাম আর 32GB ভেরিয়েন্টের দাম 799 ইউয়ান আর মানে ভারতীয় মুদ্রায় এর দাম প্রায় 8,000 টাকা। আর সেখানে এই ফোনের 3GB র্যাম আর 64GB স্টোরেজ ভেরিয়েন্টের দাম জানা যায়নি। এই স্মার্টফোনে Aurora ব্লু, ম্যাজিক নাইট ব্ল্যাক, আর প্লাটিনাম গোল্ড কালারে পাওয়া যাবে।
স্পেক্সের বিষয়ে আমরা যদি বলি তবে এই ফোনে আউট অফ দ্যা বক্স অ্যান্ড্রয়েড 9.0 পাই নির্ভর EMUI 9.0 তে চলে। আর এই ফোনে 6.09 ইঞ্চির HD+(720×1560 পিক্সাল) TFT IPS LCD প্যানেল আছে। আর এই স্মার্টফোনের পেছেনের দিকে একটি ক্যামেরা আছে। কোম্পানি এই ফোনে f/1.8 অ্যাপার্চারের 13MP র সেন্সার দিয়েছে। আর এই ফোনে ফেস ডিটেকশান অটো ফোকাস আছে।
রেয়ার ক্যামেরা সেন্সার LED ফ্ল্যাশ আর অটোমেটিক HD ফিচার যুক্ত। আর সেলফি নেওয়ার জন্য f/2.0 অ্যাপার্চারের 8 মেগাপিক্সালের সেন্সার আছে। আর এই ফোনে 3,020mAh য়ের ব্যাটারি আছে।
স্টোরেজের সঙ্গে Honor 8A 32GB আর 64GB তে আসতে পারে। আর এর সঙ্গে ইন্টারনাল স্টোরেজ 512GB পর্যন্ত মাইক্রো এসডি কার্ডের মাধ্যমে এক্সপেন্ড করা যবে। আর কানেক্টিভিটির জন্য এই ফোনে 4G VolTE, Wi-Fi 802.11b/g/n, ব্লুটুথ 4.2 GPS/ A-GPS, মাইক্রো USB 2. আর 3.5mm হেডফোন জ্যাক দেওয়া হতে পারে।