Honor 8 Pro জুলাই এর প্রথম সপ্তাহে ভারতে আসতে পারে
এই স্মার্টফোনটির সবথেকে বড় স্পেশালিটি এর ডুয়াল ক্যামেরা সেটআপ
Honor 8 Pro স্মার্টফোনটি জুলাইয়ের প্রথম সপ্তাহে ভারতে লঞ্চ হতে পারে। এই স্মার্টফোনটি অনলাইন শপিং প্ল্যাটফর্ম থেকে সেলের জন্য পাওয়া যাবে। আসা করা যায় যে, এই ফোনটি ফোর্থ জেনারেশান ডুয়াল ক্যামেরা টেকনলজি যুক্ত হবে, যার ফলে ক্যামেরাটি আরও ভাল হয়ে উঠবে। তবে কোম্পানি এর দাম আর এটি কবে থেকে পাওয়া যাবে সেই বিষয়ে কিছু জানায়নি.
এই ফোনটির সবথেকে বড় স্পেশালিটি এর ডুয়াল রেয়ার ক্যামেরা সেটআপ। ডিভাইসের ব্যাক প্যানেলে দুটি 12 মেগাপিক্সালের ক্যামেরা আছে। এই স্মার্টফোনটি 4K রেকর্ডিং করতে পারে। এছাড়া এই ডিভাইসের ফ্রন্ট ক্যামেরা 8 মেগাপিক্সালের।
এই ডিভাইসটিতে 5.7 ইঞ্চির HD ডিসপ্লে আছে। এই ডিসপ্লের রেজিলিউশন 2560 X 1440p। এই স্মার্টফোনটিতে Kirin 960 অক্টাকোর প্রসেসার আছে। এই স্মার্টফোনটির র্যাম 6GB আর এর ইন্টারনাল স্টোরেজ 64GB।
এই ডিভাইসটি অ্যান্ড্রয়েড 7.0 নৌগাটে কাজ করে। এই ডিভাইসের ব্যাটারি 3900mAh। কানেক্টিভিটির জন্য এতে 4G, ওয়াই-ফাই 802.11 a/b/g/n/ac, ব্লুটুথ 4.2, ডুয়াল সিম প্রভৃতি আছে।