Honor 8 Pro 10, জুলাই থেকে অ্যামাজনে সেলের জন্য পাওয়া যাবে

Honor 8 Pro 10, জুলাই থেকে অ্যামাজনে সেলের জন্য পাওয়া যাবে
HIGHLIGHTS

ভারতে Honor 8 Pro’র দাম Rs 29,999 করা হয়েছে

Honor 8 Pro গত কাল ভারতে লঞ্চ হয়েছে। ভারতে Honor 8 Pro’র দাম Rs. 29,999 করা হয়েছে। এই স্মার্টফোনটি অনলাইন শপিং ওয়েবসাইট অ্যামাজন থেকে কেনা যাবে। এই ফোনটি 10 জুলাই থেকে কেনা যাবে। এই ফোনটি ব্লু, ব্ল্যাক আর গোল্ড রঙে পাওয়া যাবে।

Honor 8 Pro তে মেটাল বডি ডিজাইন আছে। এই ফোনটির সবথেকে বড় স্পেশালিটি এর ডুয়াল রেয়ার ক্যামেরা। দুটি ক্যামেরাতেই 12MP’র সেন্সার আছে। একটি ক্যামেরা RGB ক্যাপচার করতে পারে, অন্য ক্যামেরাটি মনোক্রোম ডিটেলসে ক্যাপচার করে। এই স্মার্টফোনটিতে 30টি ফ্রেমে এক সেকেন্ডে 4K রেকর্ডিংও হয়। এই ফোনটিতে একটি 8MP’র ফ্রন্ট ক্যামেরাও আছে।

Honor 8 Pro তে 5.7-ইঞ্চির QHD LTPS LCD ডিসপ্লে আছে। এই ডিসপ্লের রেজিলিউশন 2560×1440 পিক্সাল। ফোনটির পিক্সাল ডেনসিটি 515ppi। এই ফোনটিতে কোম্পানির কিরিন 960 অক্টা-কোর প্রসেসার আছে। এই ফোনটিতে 6GB র‍্যাম আর 128GB’র ইন্টারনাল স্টোরেজ আছে। স্টোরেজকে 128GB অব্দি মাইক্রোএসডি কার্ড দিয়ে বাড়ানো যায়।

এই ডিভাইসটি অ্যান্ড্রয়েড 7.0  নৌগাট অপারেটিং সিস্টেমে কাজ করে। এই ফোনটিতে একটি 4000mAh এর ব্যাটারি আছে। এই ফোনটি 4G, ওয়াই-ফাই 802.11 a/b/g/n/ac, ব্লুটুথ 4.2, ডুয়াল-সিম এর মতন ফিচার্স যুক্ত। 

আরও ভাল ডিলস এখানে দেখুন 

Aparajita Maitra
Digit.in
Logo
Digit.in
Logo