এই ফোনে 5.7-inch 2K ডিসপ্লের সঙ্গে কিরিন 960 অক্টা কোর প্রসেসার আছে
Honor 8 Pro জুলাইয়ের প্রথম সপ্তাহে ভারতে লঞ্চ হবে। ভারতীয় বাজারে Honor 8 Pro, বাজারে উপস্থিত Honor 8 স্মার্টফোনটির জায়গা নেবে। আপাতত এই ফোনটির দাম আর কবে থেকে পাওয়া যাবে সেই বিষয়ে কোন খবর পাওয়া যায়নি।
Honor 8 Pro কে UK তে আগেই লঞ্চ করা হয়েছে। সেখানে এই ফোনটিতে 5.7-ইঞ্চির 2K ডিসপ্লর সঙ্গে লঞ্চ করা হয়েছে, সেই ডিসপ্লের রেজিলিউশন 2560 x 1140 পিক্সাল। এতে কিরিন 960 অক্টা কোর প্রসেসারও আছে। এই ফোনে 6GB র্যাম আর 64GB’র ইন্টারনাল স্টোরেজও দেওয়া হয়েছে।
Honor 8 Pro তাদের ওল্ড জেনারেশানের মতন ডুয়াল রেয়ার ক্যামেরার সেটআপ দেওয়া হবে। দুটি ক্যামেরা 12MP’র। এই ফোনের সামনের দিকে একটি 8MP’র ফ্রন্ট ক্যামেরা দেওয়া হবে আর এর ব্যাটারি 4000mAh এর।