Honor 8 Pro জুলাইয়ের প্রথম সপ্তাহে ভারতে লঞ্চ হবে
By
Aparajita Maitra |
Updated on 27-Jun-2017
HIGHLIGHTS
এই ফোনে 5.7-inch 2K ডিসপ্লের সঙ্গে কিরিন 960 অক্টা কোর প্রসেসার আছে
Honor 8 Pro জুলাইয়ের প্রথম সপ্তাহে ভারতে লঞ্চ হবে। ভারতীয় বাজারে Honor 8 Pro, বাজারে উপস্থিত Honor 8 স্মার্টফোনটির জায়গা নেবে। আপাতত এই ফোনটির দাম আর কবে থেকে পাওয়া যাবে সেই বিষয়ে কোন খবর পাওয়া যায়নি।
Honor 8 Pro কে UK তে আগেই লঞ্চ করা হয়েছে। সেখানে এই ফোনটিতে 5.7-ইঞ্চির 2K ডিসপ্লর সঙ্গে লঞ্চ করা হয়েছে, সেই ডিসপ্লের রেজিলিউশন 2560 x 1140 পিক্সাল। এতে কিরিন 960 অক্টা কোর প্রসেসারও আছে। এই ফোনে 6GB র্যাম আর 64GB’র ইন্টারনাল স্টোরেজও দেওয়া হয়েছে।
আরও দেখুনঃ HiFiMAN HE560 এই অসাধারন হেডফোনটির বিষয়ে এই ভিডিওটিতে আরও ডিটেলসে জানুন
Honor 8 Pro তাদের ওল্ড জেনারেশানের মতন ডুয়াল রেয়ার ক্যামেরার সেটআপ দেওয়া হবে। দুটি ক্যামেরা 12MP’র। এই ফোনের সামনের দিকে একটি 8MP’র ফ্রন্ট ক্যামেরা দেওয়া হবে আর এর ব্যাটারি 4000mAh এর।