Honor 8 Lite স্মার্টফোন 11’ই মে ভারতে লঞ্চ হতে পারে
Honor 8 Lite স্মার্টফোনে 5.2 ইঞ্চির ফুল HD 2.5D কার্ভড গ্লাস ডিসপ্লে আছে
হুয়াইয়ের এই সাব-ব্র্যান্ড খুব তাড়াতাড়ি ভারতে তাদের একটি নতুন স্মার্টফোন নিয়ে আসার তোড়জোড় শুরু করে দিয়েছে. কোম্পানি Honor 8 Lite স্মার্টফোনটিকে 11ই মে ভারতে লঞ্চ করতে পারে. এই স্মার্টফোনের দাম Rs.17,000 থেকে Rs.19,000’র মধ্যে হওয়ার সম্ভাবনা আছে. তবে এখনও ইটা জানা যায়নি যে, এই ফোনটি অফলাইন না অনলাইন কোথায় পাওয়া যাবে. এই ডিভাইসটি Honor 8 এর লাইট ভেরিয়েন্ট. Honor 8 ফোনটি গত বছর Rs.29,999 দামে নিয়ে আসা হয়েছিল.
Honor 8 Lite এর স্পেকস গুলি এবার দেখে নেওয়া যাক. এটিতে 5.2 ইঞ্চির ফুল HD 2.5D কার্ভড গ্লাস ডিসপ্লে আছে. এই ডিসপ্লের রেজিলিউশন 1920×1080 পিক্সাল. এই ডিভাইসে অক্টা-কোর HiSilicon Kirin 655 প্রসেসার আছে. এতে ARM মালী- T830 MP2 GPUও আছে. এই স্মার্টফোনটি 4GB র্যাম আর 64GB ইন্টারনাল স্টোরেজ যুক্ত. স্টোরেজকে মাইক্রো এসডি কার্ড দিয়ে 128GB অব্দি বাড়ানো যেতে পারে.
আরো দেখুন: Nokia 6 পাচ্ছে অ্যান্ড্রয়েড 7.1.1 নৌগাটের আপডেট
এই ফোনের ক্যামেরা সেটআপটি কেমন টা এবার দেখে নেওয়া যাক. এই ফোনটিতে 12 মেগাপিক্সালের রেয়ার ক্যামেরার সঙ্গে 8 মেগাপিক্সালের ফ্রন্ট ফেসিং ক্যামেরাও দেওয়া হয়েছে. এই স্মার্টফোনটি অ্যান্ড্রয়েড 7.0 নৌগাট অপারেটিং সিস্টেমের EMUI 5.0 লাইট ভার্শনে কাজ করে. এতে 3000mAh এর ব্যাটারি আছে. এটি 4G VoLTE ফিচার যুক্ত. এর থিকনেস 7.6mm আর এর ওজন 147 গ্রাম.
আরো দেখুন: 4G VoLTE ফিচারের এই 5টি স্মার্টফোনের দাম মাত্র Rs.3000…!!
আরো দেখুন: নোকিয়ার স্মার্টফোন আগামী মাসে ভারতে লঞ্চ হবে