Honor 8 Lite স্মার্টফোন ভারতে লঞ্চ হল, এর দাম Rs.17,999

Updated on 11-May-2017
HIGHLIGHTS

এই স্মার্টফোনে 4GB র্যাম আর 64GB ইন্টারনাল স্টোরেজ আছে

Honor 8 Lite স্মার্টফোন  ভারতে লঞ্চ হয়ে গেছে. এই স্মার্টফোনের দাম ভারতীয় বাজারের জন্য Rs.17,999 রাখা হতে পারে. এটি 12ই মে থেকে অফলাইন স্টোরে সেলের জন্য পাওয়া যাবে. এটি ব্রিকস আর মোটর স্টোর্সে পাওয়া যাবে.

Honor 8 Lite স্মার্টফোনটির স্পেক্সের দিকে দেখলে দেখা যাবে এতে 5.2 ইঞ্চির ফুল HD 2.5D কার্ভড গ্লাস ডিসপ্লে আছে. এই ডিসপ্লের রেজিলিউশন 1920×1080 পিক্সাল. এই ডিভাইসে অক্টা-কোর HiSilicon Kirin 655 প্রসেসার আছে. এতে ARM মালী-T830 MP2 GPUও আছে. এই স্মার্টফোনে 4GB র্যাম আর 64GB ইন্টারনাল স্টোরেজ আছে. স্টোরেজকে মাইক্রো এসডি কার্ড দিয়ে 128GB অব্দি বাড়ানো যায়.

আরো দেখুন: Asus Zenfone Go 5.5 ভারতে লঞ্চ হল, দাম Rs.8,499

এই ফোনের ক্যামেরা সেটআপ কেমন তা এবার দেখে নেওয়া যাক. এতে 12 মেগাপিক্সালের রেয়ার ক্যামেরা LED ফ্ল্যাশের সঙ্গে আছে. এর সঙ্গে এতে 8 মেগাপিক্সালের ফ্রন্ট ফেসিং ক্যামেরা আছে. এটি অ্যান্ড্রয়েড 7.0 নৌগাট অপারেটিং সিস্টেমের EMUI 5.0 লাইটে কাজ করে. এতে 3000mAh এর ব্যাটারি আছে. এটি 4G VoLTE ফিচার্স যুক্ত. এর থিকনেস 7.6mm আর এর ওজন 147 গ্রাম.

আরো দেখুন: Vivo X9 NBA Edition ব্লু রঙে লঞ্চ হল

আরো দেখুন: জিওফাইবার অফারে 3 মাস অব্দি পাওয়া যাবে ব্রডব্যান্ড ইন্টারনেট: রিপোর্ট

Connect On :