Honor 7X ফোনটি ইউনিভিজাম ডিসপ্লে আর ডুয়াল ক্যামেরা সেটআপের সঙ্গে ডিসেম্বরে ভারতে লঞ্চ হতে পারে
Honor 7X ফোনটি গত মাসে চিনে লঞ্চ হয়েছিল, আর কোম্পানি ঘোষনা করেছে যে এই বছরের শেষের মধ্যে এই ফোনটি ভারতে লঞ্চ হয়ে যাবে
Honor এর গ্লোবাল প্রেসিডেন্ট George Zhao ঘোষনা করেছে যে এই বছরের ডিসেম্বরে কোম্পানি Honor 7X ভারতে লঞ্চ করবে। Huawei এর সাব ব্র্যান্ড Honor গত মাসে চিনে এই ডিভাইসটি লঞ্চ করেছিল আর IANS এর সঙ্গে ইন্টারভিউতে Zhao জানিয়েছেন যে এই হ্যান্ডসেটটি ভারতে অফলাইন চ্যাননেলে পাওয়া যাবে।
ইন্টারভিউয়ের সময় Zhao বলেছেন যে, “আমরা ডিসেম্বরে Honor 7X কে এমন দামে লঞ্চ করবে যে সেই সেগমেন্টের ডিভাসের কোন প্রতিযোগী থাকবেনা। তিনি এও বলেন যে হনার তাড়াতাড়ি নিজেদের স্মার্টফোনে AI ও আনবে”।
Honor 7X ফোনটিতে 5.93 ইঞ্চির LCD ডিসপ্লে আছে যা 2160 x 1080p রেজিলিউশান যুক্ত। এই ডিভাইসটিতে কিরিন 659 চিপসেট, 4GB র্যাম আর 128GB ইন্টারনাল স্টোরেজ আছে। এই হ্যান্ডসেটটি মাইক্রো এসডি কার্ড স্লট সাপোর্ট করে।
Honor 7X ফোনটিতে 16MP+2MP’র ডুয়াল ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে আর এর ফ্রন্টে 8MP’র রেয়ার ক্যাএম্রা আছে এই হ্যান্ডসেটটিতে EMUI 5.1 এর সঙ্গে অ্যান্ড্রয়েড 7.0 নৌগাটে চলে। এই ডিভাইসে একটি রেয়ার মাইন্ডেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সার আছে। এই ডিভাইসের ব্যাটারি 3340 mAh এর আর চার্জিং এর জন্য এই ডিভাইসটিতে মাইক্রো USB পোর্টের ব্যবহার করা হয়।
চিনে Honor 7X এর 32GB ভেরিয়েন্টটির দাম 1,300 Yuan (Rs 13,000 প্রায়) আর এর অন্য ভেরিয়েন্ট 64GB’র দাম 1,700 Yuan (Rs 17,000 প্রায়)। এই স্মার্টফোনটির 128GB স্টোরেজ ভেরিয়েন্টের দাম 2,000 Yuan (Rs 20,000 প্রায়)।