ডুয়াল রেয়ার ক্যামেরা আর 4GB র্যা ম নিয়ে Honor 7X খুব তাড়াতাড়ি ভারতে লঞ্চ হবে

Updated on 13-Nov-2017
HIGHLIGHTS

অ্যামাজনে এই ফোনটির রেজিস্ট্রেশান শুরু হয়ে গেছে

বেশ কিছু সময় ধরেই Honor 7X ফোনটির বিষয়ে বিভিন্ন লিক সামনে এসেছে। এই স্মার্টফোনটি ভারতে লঞ্চ হলে শুধু অ্যামাজনেই কিনতে পাওয়া যাবে। অ্যামাজনে এই ফোনটির রেজিস্ট্রেশান শুরু হয়ে গেছে।

এবার এই হনার ফোনটির ফিচার্স কেমন তা দেখা নেওয়া যাক। এই ফোনটিতে 5.93 ইঞ্চির LCD ডিসপ্লে আছে যার রেজিলিউশান 2160 x 1080p। এই ডিভাইসটিতে কিরিন 659 চিপসেট, 4GB র‍্যাম আর 128GB ইন্টারনাল স্টোরেজ যুক্ত। এই হ্যান্ডসেটটি মাইক্রো এসডি কার্ড সাপোর্ট করে।

Honor 7X ফোনটিতে 16MP+2MP’র ডুয়াল রেয়ার ক্যামেরা সেটআপ আছে, আর এই ফোনটির ফ্রন্টে 8MP’র ক্যামেরা আছে। এই হ্যান্ডসেটে EMUI 5.1 এর সঙ্গে অ্যান্ড্রয়েড 7.0 নৌগাটে চলে এর এই ফোনটিতে একটি রেয়ার মাইন্ডেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সার আছে। এই ফোনের ব্যাটারি 3340 mAh এর আর চার্জিং এর জন্য এই ফোনটিতে মাইক্রো ইউএসবি পোর্ট সাপোর্ট করে।

Connect On :