দুপুর 12টায় আরও একবার Honor 7S স্মার্টফোনটি কেনা যাবে, দাম মাত্র 6,999টাকা

দুপুর  12টায় আরও একবার Honor 7S স্মার্টফোনটি কেনা যাবে, দাম মাত্র 6,999টাকা
HIGHLIGHTS

Honor 7S য়ের ফ্ল্যাশ সেল আজ দুপুর 12টায় ফ্লিপকার্টে হবে, আর এই ফোনটি কোম্পানি 6,999টাকায় লঞ্চ করেছে

সম্প্রতি হুয়াওয়ের সাব ব্র্যান্ড Honor ভারতে তাদের নতুন বাজেট স্মার্টফোন Honor 7S লঞ্চ করেছিল আর আজকে এটি দুপুর 12টায় ফ্লিপকার্টে কেনা যাবে। আর এই স্মার্টফোনটি এমনিতে প্রথম ফ্ল্যাশ সেলে এসেছে আর আজকে এটি আরও একবার কেনা যাবে। আগের সেলে এই ফোনটি আপনার না হলে আজকে এটি এই সেলের সুযোগে নিজের করতে পারবেন।

Honor 7S য়ের স্পেসিফিকেশান

Honor 7S  স্মার্টফোনটি একটি 5.45 ইঞ্চির HD+ 1440×720 পিক্সালের ডিসপ্লের সঙ্গে লঞ্চ করা হয়েছে আর এছাড়া এই ফোনে আপনারা মিডিয়াটেক MT6739 প্রসেসার দেওয়া হয়েছে আর এর সঙ্গে এই ফোনে আপনারা একটি 2GB র‍্যাম আর 16GB ইন্টারনাল স্টোরেজ পাবেন আর এটি মাইক্রো এসডি কার্ডের মাধ্যমে 256GB পর্যন্ত এক্সপেন্ড করা যাবে।

এই ফোনে একটি 13MP র রেয়ার ক্যামেরা ফেস ডিটেকশানের সঙ্গে আর অটো ফোকাস LED ফ্ল্যাশের সঙ্গে দেওয়া হয়েছে আর এছাড়া এই ফোনে একটি 5MP র ফ্রন্ট ক্যামেরা LED ফ্ল্যাশের সঙ্গে দেওয়া হয়েছে। আর এই ফোনে ফেস আনলক ফিচার আছে। আর ফোনটি অ্যান্ড্রয়েড 8.1 Oreo তে কাজ ক্রেয়া আর এতে আপনারা একি 3020mAh য়ের ব্যাটারি পাবেন।

Honor 7S স্মার্টফোনের দাম

Honor ভারতে সাব 10,000টাকা দামের মধ্যে তাদের 7S স্মার্টফোন লঞ্চ করেছে। এই ফোনটি একটি ভেরিয়েন্টই লঞ্চ করা হয়েছে। Honor 7S ফোনটি 6,999টাকায় লঞ্চ করা হয়েছে। আর এই ডিভাইসটি Xiaomi Redmi 5A, Redmi 6A আর Infinix Smart2 য়ের সঙ্গে প্রতিযোগিতায় আসবে।

Digit Bangla
Digit.in
Logo
Digit.in
Logo