Honor 7C ফোনটির সঙ্গে Honor 7A ফোনের স্পেসিফিকেশানের তুলনা
আজকে আমরা Honor 7C ফোনটির সঙ্গে Honor 7A ফোনটির স্পেক্সস, দাম আর ফিচারের তুলনা করে দেখব
Honor 7C আর Honor 7A ফোনটি দুটি বাজেট ফোন আর কোম্পানির এই দুটি ফোন 7,000 টাকা দামের মধ্যে আসে। আর দুটি ফোনেই ডুয়াল ক্যামেরা সেটআপের সঙ্গে HD+ ডিসপ্লে আছে। এই দামের মধ্যে আপনাদের কাছে এই সময়ে বাজারে বেশ কিছু ডিভাইস আছে তবে এই দুটি ফোনে এই বাজেটের মধ্যে ভাল অপশান। আস্যন তবে আজকে আমরা এই দুটি ফোনের মধ্যে একটি তুলনামূলক আলোচনা করে দেখি।
আমরা প্রথমেই দুটি ফোনের ডিসপ্লের বিষয়ে ডিটেলসে দেখেনি। এই Honor 7C ফোনটি 5.99 ইঞ্চির ডিসপ্লে যুক্ত যার রেজিলিউশান 720×1440 পিক্সাল আর Honor 7A ফোনটি একটু ছোট 5.7 ইঞ্চির ডিসপ্লে যুক্ত আর এর রেজিলিউশান 720×1440 পিক্সাল।
আর এবার আমরা যদি পার্ফর্মেন্সের বিষয়ে বলি তবে Honor 7C ফোনটি কোয়াল্কম স্ন্যাপড্র্যাগন 450 প্রসেসার যুক্ত আর এই ফোনের ক্লক স্পিড 1.8GHz। আর অন্য দিকে Honor 7A ফোনটিতে কোয়াল্কম স্ন্যাপড্র্যাগন 430 প্রসেসার আছে আর এই ফোনটি 3GB র্যাম আর 32GB স্টোরেজ যুক্ত আর এই ফোনের স্টোরেজ 256GB পর্যন্ত এক্সপেন্ড করা যায়।
আর ক্যামেরার ক্ষেত্রে দুটি ডিভাইসেই 13MP+2MP র রেয়ার ক্যামেরা আর ফ্রন্টে 8MP র ক্যামেরা আছে।
সব মিলিয়ে এই দুটি ফোনের মধ্যে খুব একটা পার্থক্য নেই তবে Honor 7C ফোনে কিছু নতুন আপগ্রেডেশান হয়েছে। Honor 7C ফোনটি ভারতে 8,499 টাকায় পাওয়া যাবে আর স্কেহানে Honor 7A ফোনটি 7,499 টাকায় পাওয়া যাবে।