Huawei Honor 6A ফিঙ্গারপ্রিন্ট সেন্সারের সঙ্গে লঞ্চ হল

Updated on 24-May-2017
HIGHLIGHTS

এই ডিভাইসটি গোল্ড, সিলভার, ব্লু আর পিংক রঙে পাওয়া যাচ্ছে

মোবাইল তৈরির কোম্পানি Huawei তাদের নতুন স্মার্টফোন লঞ্চ করেছে। এই স্মার্টফোনটিকে সম্প্রতি চিনে লঞ্চ করা হয়েছিল। এই স্মার্টফোনটিকে Huawei Honor 6A নাম দেওয়া হয়েছে।

এই ডিভাইসে 2GB র‍্যাম আর 16GBর ইন্টারনাল স্টোরেজ অপশন আর  3GB র‍্যাম এর সঙ্গে 32GB ইন্টারনাল স্টোরেজের সঙ্গে আনা হয়েছে। এই ডিভাইসটির দাম 799 ইউয়ান অর্থাৎ প্রায়  Rs 7,511 ও 999 ইউয়ান অর্থাৎ প্রায় Rs 9,394।

এই স্মার্টফোনটিতে 5.0 ইঞ্চির HD ডিসপ্লে আছে। এই ডিসপ্লেতে 1.5GHz  অক্টা-কোর প্রসেসার আছে। এই ডিভাইসটি গোল্ড, সিলভার, ব্লু আর পিংক কালারে পাওয়া যাচ্ছে। এই ডিভাইসে মেটাল ইউনিবডি ডিজাইন আছে।

এই ডিভাইসের ব্যাটারি 3020mAh এর। এই ডিভাইসটি অ্যান্ড্রয়েড 7.1.1  নৌগাট অপারেটিং সিস্টেমে কাজ করে। এই ডিভাইসের ক্যামেরা 13 আর 5 মেগাপিক্সাল। কানেক্টিভিটির জন্য এই ডিভাইসে 4G VoLTE, Bluetooth 4.1, WiFi, GPS/A-GPS, A-Glonass আর মাইক্রো ইউএসবি পোর্ট আছে, এছাড়া এই ডিভাইসে ফিঙ্গারপ্রিন্ট সেন্সারও দেওয়া হয়েছে।

সোর্সঃ  

Connect On :