HONOR 20 LITE ফোনটি 32MP র ফ্রন্ট ক্যামেরার সঙ্গে লঞ্চ হয়েছে

Updated on 08-May-2019
HIGHLIGHTS

Honor 20 LIte ফোনটি লঞ্চ হয়েছে

32 মেগাপিক্সালের সেলফি ক্যামেরা আছে’

21 মে Honor 20 আর Honor 20 Pro লঞ্চ হবে

এই মাসে Honor 21 তারিখে তাদের Honor 20 আর Honor 20 Pro ফোন নিয়ে আসতে চলেছে। আর এবার কোম্পানি তাদের মিড রেঞ্জ Honor 20 LIte ফোনটিও লঞ্চ করেছে। আর এই ডিভাইসে 32 মেগাপিক্সালের সেলফি ক্যামেরা, ট্রিপেল রেয়ার ক্যামেরা আর ডিউড্রপ নচ আছে। আর এই ফোনে Honor 10 Lite নেক্সট জেনারেশান হিসাবে লঞ্চ করা হয়েছে।

Honor 20 Lite ফোনটি মালেশিয়াতে RM 949 (প্রায় 15,900টাকায়) লঞ্চ করা হয়েছে আর এটি UK তে GBP 249(প্রায় 22,500 টাকায়) লঞ্চ করা হয়েছে। Honor 20 LIte ফোনটি খুব তাড়াতাড়ি ইউয়ারোপ আর দক্ষিণ পূর্ব এশিয়ার বাজারে আসবে। আর এই ফোনটি কোম্পানি ফ্যান্টম রেড, ফ্যান্টম ব্লু আর মিডনাইট ব্লু কালারে লঞ্চ করতে পারে।

Honor 20 Lite ফোনে আপনারা 6.21 ইঞ্চির ফুল HD+ ডিসপ্লে পাবেন আর এর এর অ্যাস্পেক্ট রেশিও 19:5:9। আর এই ফোনটি অ্যান্ড্রয়েড 9 পাই নির্ভর OS য়ের সঙ্গে EMUI 0.0 তে লঞ্চ করা হয়েছে। আর এই ফোনটি HiSilicon কিরিন 710 অক্টা কোর SoC যুক্ত হবে আর এটি 4GB র‍্যামের সঙ্গে 128GB স্টোরেজের সঙ্গে আসবে। আর এই ডিভাইসটির স্টোরেজ মাইক্রো এসডি কার্ডের মাধ্যমে 512GB পর্যন্ত এক্সপেন্ড করা যাবে।

ফোনে আপনারা একটি 3,400mAH য়ের ব্যাটারি পাবেন। ফোনে একটি 24মেগাপিক্সালের ক্যামেরা আছে এর ফোনের দ্বিতীয় ক্যামেরফা 8 মেগাপিক্সালের আর ফোনটিতে সেলফি নেওয়ার জন্য একটি 32মেগাপিক্সালের ক্যামেরা দেওয়া হয়েছে।

নোটঃ Digit Bangla এখন Telegram য়েও, সারা দিনের সেরা টেক খবর পেতে আমাদের সাবস্ক্রাইব করুন।

Connect On :