ভারতে আজকে HONOR 20 আর HONOR 20 PRO ফোন দুটি ভারতে লঞ্চ হল প্রাথমিক দাম 32,999 টাকা

ভারতে আজকে HONOR 20 আর HONOR 20 PRO ফোন দুটি ভারতে লঞ্চ হল প্রাথমিক দাম 32,999 টাকা
HIGHLIGHTS

দুটি ডিভাইসই ফ্ল্যাগশিপ ফোন

ফোনের প্রাথমিক দাম 32,999 টাকা

ভারতে Honor 20 সিরিজটি লঞ্চ হল এই সিরিজে ভারতে Honor 2 আর Honor 20 Pro লঞ্চ হয়েছে এই ফ্ল্যাগশিপ ডইভাইস দুটি পাঞ্চ হোল ডিজাইনের সঙ্গে এসেছে। Honor 20i একটি মিড রেঞ্জ ফোন আর এতে ডিউ ড্রপ নচ, কিনির 710 চিপসেট আর ট্রিপেল রেয়ার ক্যামেরা আছে।

Honor 20 Pro ফোনটি 39,999 টাকায় লঞ্চ করা হয়েছে আর এই ফোনে 8GB র‍্যামের সঙ্গে 256GB স্টোরেজ দেওয়া হয়েছে। আর এর সঙ্গে যদি Honor 20 ফোনটি দেখি তবে এই ফোনে 6GB র‍্যাম আর 128GB স্টোরেজ আছে আর এই ফোনের দাম 32,999 টাকা। আর Honor 20i ফোনটি 14,999 টাকায় লঞ্চ করা হয়েছে। আর এই ফোনে 4GB র‍্যাম আর 128GB স্টোরেজ দেওয়া হয়েছে।

Honor 20 আর Honor 20 Pro ফোন দুটি 25 জুন ফ্লিপকার্টে কেনা যাবে আর সেখানে Honor 20i ফোনটির সেল 18 জুন শুরু হবে। Honor 90% বাইব্যাক গ্যারেন্টি অফার করছে আর এতে ইউজার্সরা 90 দিনের মধ্যে ডিভাইস ফিরিয়ে দিতে পারবেন।

Honor 20 Pro আর Honor 20 ফোনের স্পেসিফিকেশান

Honor 20 Pro ফোনে আর Honor 20 ফোনে 6.26 ইঞ্চির অল ভিউ পাঞ্চ হোল ডিসপ্লে আছে আর এই ফোনের রেজিলিউশান 2340×1080পিক্সাল আর এটি একটি EHD ডিসপ্লে। Honor 20 Pro ফোন ফ্যান্টম ব্লু গ্রেডিয়েন্ট কালারে পাওয়া যায় আর Honor 20 ফোনটি সাফায়ার ব্লু আর মিডনাইট ব্ল্যাক কালারে কেনা যেতে পারে।

দুটি ফোনেই কিরিন 980 AI আছে আর এই ফোনে আপনারা ডুয়াল NPU আর 7nm প্রসেসার পাবেন। Honor 20 ফোনে অ্যান্ড্রয়েড পাই নির্ভর ম্যাজিক UIদেওয়া হয়েছে আর honor 20 ফোনে আপনারা 3,750mAh য়ের ব্যাতারি পাবেন। আর এই ফোনের প্রো মডেলে 4000mAh য়ের ব্যাটারি আছে আর ফোনটি 22.5W ফাস্ট চার্জিং সাপোর্ট করে।

Honor 20 Pro ফোনে আপনার AI কোয়াড ক্যামেরা পাবেন আর এই ফোনে 48MP র সোনি IMC586 সেন্সার আছে আর এটি আল্ট্রা ওয়াইড f/1.4 অ্যাপার্চার আর 4 in 1 লাইট ফিউজান, OIS< AIS আর EIS যুক্ত। আর এই ফোনে আপনারা একটি 16MP র ওইয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা পাবেন আর এর অ্যাপার্চার f/2.2 আর এই ফোনের তৃতীয় 8MP র ক্যামেরা 3X Loosless জুম যুক্ত আর এই ফোনে আরএকটি ক্যামেরা 2MPর।

রেগুলার Honor 20 ফোনে আপনারা একই ক্যামেরা পাবেন তবে এই ফোনে টেলিফটো লেস্নটি 2MP র ডেপথ লেন্সে বদলে গেছে। এই ফোনের ফ্রন্টে একটি 32MP র ক্যামেরা আছে।

নোটঃ Digit Bangla এখন Telegram য়েও, সারা দিনের সেরা টেক খবর পেতে আমাদের সাবস্ক্রাইব করুন।

Digit.in
Logo
Digit.in
Logo