চিনে লঞ্চ হল Honor 10 Lite এই ফোনটির দাম জানুন

Updated on 22-Nov-2018
HIGHLIGHTS

Huawei র সাব ব্র্যান্ড হনার চিনে তাদের নতুন ফোন লঞ্চ করেছে, Kirin 710 SoC যুক্ত এই ফোনটিতে বেশ কিছু দারুন ফিচার্স আছে, এই ফোনের সেই বিশেষ ফিচার গুলি কী তাই আমরা আপনাদের বলব

Honor 10 Lite ফোনটি লাইটস স্মার্টফোন হিসাবে লঞ্চ করা হয়েছে। এই ফোনটি আপাতত চিনে লঞ্চ করা হয়েছে। Huawei র সাব ব্র্যান্ড হনার এই ফোনটি ভারতে Honor 10 সিরিজে ভারতে এর আগেই লঞ্চ করেছে। ভারতেও Honor 10 Lite ফোনটি খুব তাড়াতাড়ি লঞ্চ করা হবে বলে আশা করা হচ্ছে। আর এই স্মার্টফোনটির দামের দিকটি যদি দেখি তবে এই Honor 10 Lite ফোনটির দামে চিনে 1399 ইউয়ান মানে ভারতীয় মুদ্রায় এর প্রাথমিক দাম 14,400 টাকা। আর এই দামে ইউজার্সরা এই ফোনটির 4GB র‍্যাম আর 64GB স্টোরেজ অপশানটি কিনতে পারবেন।

আর এর সঙ্গে এই ফোনটি 6GB র‍্যাম আর 64GB স্টোরেজেও এসেছে আর এর দাম 1,699 ইউয়ান মানে প্রায় 17,500 টাকা। আর এই ফোনটির সব থেকে দামি মডেলটি হল 6Gb র‍্যাম আর 128GB স্টোরেজের আর এই ফোনটির দাম চিনে 1,899 ইউয়ান মানে ভারতীয় মুদ্রায় প্রায় 19,500 টাকা। আর এই স্মার্টফোনটি গ্রেডিয়েন্ট ব্লু, গ্রেডিয়েন্ট রেড, লিলি বেলি হোয়াইট আর ম্যাজিক নাইট ব্ল্যাক কালারে পাওয়া যাবে।

Honor 10 Lite য়ের বৈশিষ্ট্য

এই ফোনটি একটি ডুয়াল সিমের ফোন আর এটি অ্যান্ড্রয়েড 9.0 পাই নির্ভর। আর এই স্মার্টফোনে আপনারা 6.21 ইঞ্চির ফুল HD+(1080x2340p) ডিসপ্লের ওয়াটারড্রপ নচ যুক্ত ডিসপ্লে পাবেন। আর এই ফোনে আপনারা একটি 3,400mAh য়ের ব্যাটারি পাবেন। আর এই Honor 10 Lite স্মার্টফোনটিতে অক্টা কোর হিলিকন কিরিন 710 প্রসেসার দেওয়া হয়েছে। আর এর কল্ক স্পিড 2.2GHz। এই ফোনে ডুয়াল রেয়ার ক্যামেরা দেওয়া হয়েছে। আর এই ফোনের প্রাইমারি ক্যামেরা 13MP র আর এটি f/1.8 অ্যাপার্চার যুক্ত। আর এই ফোনের সেকেন্ডারি সেন্সার 2MP আর এটির ফ্রন্ট প্যানেলে f/1.0 অ্যাপার্চার যুক্ত 24MP র ক্যামেরা দেওয়া হয়েছে।

এই স্মার্টফোনটির স্টোরেজের বিষয়ে যদি বলি তবে এই ফোনে আপনারা 64GB আর 128GB স্টোরেজ অপশান পাবেন। আর এই স্টোরেজকে মাইক্রো এসডি কার্ডের মাধ্যমে 512GB পর্যন্ত এক্সপেন্ড করা যাবে। আর এই Honor 10 Lite ফোনে আপনারা ডুয়াল 4G VoLTE , ওয়াই-ফাই 802.11/a/b/g/n/Ac, ব্লুটুথ 4.2 , 3.5 mm অডিও জ্যাক, GPS/ A GPS আছে। আর এই ফোনটিতে এম্বিয়েন্ট লাইট সেন্সার, কম্পাস, গ্র্যাভিটি সেন্সার জায়রোস্পেক্স আর প্রক্সিমিটি সেন্সার আছে।

Connect On :