চীনা স্মার্টফোন কোম্পানি Honor তার নতুন ফোন সিরিজ 23 নভেম্বর লঞ্চ করছে। Honor 100 Series এর আওতায় Honor 100 এবং Honor 100 Pro স্মার্টফোন চীনে আনা হবে। লঞ্চের আগে থেকে এই স্মার্টফোনটি বেশ কয়েকদিন ধরে অনলাইনে চর্চায় রয়েছে। ফোনের বেশ কিছু স্পেসিফিকেশন এবং ফিচার লিক হয়েছে।
লঞ্চের ঠিক আগে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম Weibo-তে আরও কিছু তথ্য প্রকাশিত হয়েছে। পাশাপাশি, ফোনের দামও লিক হয়েছে।
আরও পড়ুন: Redmi Note 13R Pro: 108MP ক্যামেরা এবং Dimensity 6080 প্রসেসর সহ লঞ্চ হল নতুন রেডমি ফোন, জানুন দাম
লিক থেকে জানা গিয়েছে যে, অনার 100, অনার 100 প্রো ফোনের 3 ভ্যারিয়্যান্টে আনা হবে। এটি 12GB+256GB, 16GB+256GB এবং 16GB+512GB মডেলে আসবে। অনার 100 এর দাম যথাক্রমে 2799 Yuan (Rs 33,272), 3099 Yuan (Rs 35,996) এবং 3399 Yuan (Rs 39,481) হতে পারে।
এছাড়া, অনার 100 প্রো-এর তিনটি মডেলের দাম হতে পারে যথাক্রমে 3699 Yuan (Rs 43,972), 3999 Yuan (Rs 47,538) এবং 4299 Yuan (Rs 51,105)।
আরও পড়ুন: BSNL দিচ্ছে Jio কে টেক্কা! 365 দিন পর্যন্ত প্রতিদিন 2GB ডেটা, সবচেয়ে সস্তা প্ল্যানের দাম কত?
লিকে দাবি করা হয়েছে যে অনার 100 এবং অনার 100 প্রো ফোনে 6.78-ইঞ্চি কোয়াড-কার্ভড OLED প্যানেল দেওয়া হবে। ফোনের রেন্ডার থেকে জানা গিয়েছে যে স্ট্যান্ডার্ড মডেলটিতে একটি সিঙ্গেল পাঞ্চ হোল থাকবে। পাশাপাশি, প্রো মডেলে পিল-শেপের ডিজাইন হবে, এতে দুটি সেলফি ক্যামেরা থাকবে।
অনার 100 ফোনে 50 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা দেওয়া হবে। এছাড়া OIS সাপোর্ট সহ 50 মেগাপিক্সেলের রিয়ার ক্যামেরা এবং 12 মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড লেন্স থাকবে।
অনার 100 প্রো ফোনে ট্রিপল রিয়ার ক্যামেরা থাকবে, যার মেইন সেন্সর 50 মেগাপিক্সেল, 12 মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড লেন্স এবং একটি 32 এমপি টেলিফটো লেন্স থাকবে। ফোনে ডুয়াল সেলফি ক্যামেরা থাকবে, এতে 50 মেগাপিক্সেলের এবং 32 মেগাপিক্সেল হবে। আপকামিং দুটি ফোনে 5000mAh এর বেশি ব্যাটারি হবে, যা 100W চার্জিং সাপোর্ট থাকবে।
আরও পড়ুন: Oneplus 12 লঞ্চের তারিখ এল সামনে, 16GB RAM সহ আর কী থাকবে বিশেষ ফিচার, জানুন