HOMTO আজকে ভারতে তাদের তিনটি স্মার্টফোন লঞ্চ করেছে
HOMTOM H1 স্মার্টফোনটি 7,490 টাকায় লঞ্চ করা হয়েছে, আর এছাড়া H3 আর H5 স্মার্টফোনের দাম যথাক্রমে 9,990টাকা আর 10,990 টাকা
চিনের স্মার্টফোন কোম্পানি HOMTOM আজকে ভারতে তিনটি স্মার্টফোন লঞ্চ করেছে HOMTOM H1, H3 আর H5। এই তিনটি স্মার্টফোন অ্যান্ড্রয়েড 8.1 ওরিও নির্ভর সস্তা আর ভাল স্ক্রিন ডিসপ্লে আর শক্তিশালী ব্যাটারি যুক্ত স্মার্টফোন।
HOMTOM H1
এই H1 স্মার্টফোনটি 5.5 ইঞ্চির HD ডিসপ্লে যুক্ত 3000mAh য়ের ব্যাটারি যুক্ত স্মার্টফোন। আর এছাড়া এই ফোনে 13আর 2 মেগাপিক্সালের ক্যামেরা আছে আর এই ডিভাইসের ফ্রন্টে 8মেগাপিক্সালের ক্যামেরা দেওয়া হয়েছে। আর এই ডিভাইসে মিডিয়াটেক 1.3GHz 64 বিট প্রসেসার আছে আর এর সঙ্গে এতে ফেস আনলক আর ফিঙ্গারপ্রিন্ট সেন্সার দেওয়া হয়েছে। আর এই ফোনে 2GB র্যাম আর 16GB স্টোরেজ দেওয়া হয়েছে। আর এই ফোনটি HOMTOM H1য়ে 2টি মাইক্রো সিম কার্ড স্লট আছে আর এই ডিভাইসটি ব্ল্যাক আর গোল্ড ভেরিয়েন্টে লঞ্চ করা হয়েছে।
HOMTOM H3
HOMTOM H3 স্মার্টফোনটিতে 5.5 ইঞ্চির HD+ ইন সেল ডিসপ্লে দেওয়া হয়েছে আর এই ডিভাইসে 3500mAh য়ের ব্যাটারি আছে। আর এই স্মার্টফোনটি H1 য়ের মতন একই ক্যামেরা যুক্ত আর এই ফোনে মেটাল ইউনিবডি ডিজাইন দেওয়া হয়েছে আর এর তিন দিকে বেজেল আছে। ফোনটিতে দুটি ন্যানো সিম কার্ড স্লট আছে আর এই ফোনে মিডিয়াটেক 1.3GHz 64 বিট প্রসেসার, 3GB র্যাম আর 32GB স্টোরেজ দেওয়া হয়েছে। আর এই স্মার্টফোনে ফেস আনলক আর ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার আছে আর এটি H3 ব্ল্যাক, সিল্ভার আর ব্লু কালার ভেরিয়েন্টে এসেছে।
HOMTOM H5
এই স্মার্টফোনটিতে 5.7 ইঞ্চির HD+ ডিসপ্লে আছে আর এটি 3300mAH য়ের ব্যাটারি যুক্ত। আর এই স্মার্টফোনটিতে মিডিয়াটেক 1.3GHz 64বিট প্রসেসার, 3GB র্যাম আর 32GB স্টোরেজ আছে। আর এই H5 ফোনে 16 আর 2 মেগাপিক্সালের রেয়ার ক্যামেরা আছে আর এর ফ্রন্টে 8 মেগাপিক্সালের ক্যামেরা দেওয়া হয়েছে। আর এই স্মার্টফোনে ডুয়াল মাইক্রো সিম কার্ড স্লট আছে আর এটি ব্ল্যাক আর গোল্ড কালার ভেরিয়েন্টে এসেছে।
তিনটি স্মার্টফোনই 3 বছরের ব্যাটারি যুক্ত আর এই ডিভাইসের সঙ্গে টু টাইম রিপ্লেসমেন্ট কভার দেওয়া হয়েছে।
দাম
HOMTOM H1 স্মার্টফোনটি 7,490 টাকায় লঞ্চ করা হয়েছে আর এছাড়া H3 ফোনের দাম 9,990 টাকা আর H5 য়ের দাম সেখানে 10,990 টাকা।