Holi 2024 Smartphone offer: 108MP ক্যামেরা সহ 25 হাজারের ফোন 20000 টাকার কমে কেনার সুযোগ!

Holi 2024 Smartphone offer: 108MP ক্যামেরা সহ 25 হাজারের ফোন 20000 টাকার কমে কেনার সুযোগ!
HIGHLIGHTS

Honor কোম্পানি তার নতুন এবং পাওয়ারফুল স্মার্টফোন Honor X9b ফোনের দুর্দান্ত অফার দিচ্ছে

এই অফারের আওতায় 26 হাজার টাকরা ফোন মাত্র 19,999 টাকায় কেনা যাবে

পারফরম্যান্সের জন্য অনার ফোনে কোয়ালকম Snapdragon 6 Gen 1 চিপসেট দেওয়া হয়েছে

Honor কোম্পানি তার নতুন এবং পাওয়ারফুল স্মার্টফোন Honor X9b ফোনের দুর্দান্ত অফার দিচ্ছে। দোল (Holi 2024 Smartphone offer) এর উপলক্ষে, কোম্পানি একটি দুর্দান্ত অফার নিয়ে হাজির হয়েছে। এই অফারের আওতায় 26 হাজার টাকরা ফোন মাত্র 19,999 টাকায় কেনা যাবে। শুধু তাই নয়, ফোনে আরও একগুচ্ছ অফার দিচ্ছে কোম্পানি। আসুন জেনে নেওয়া যাক কত সস্তায় এই ফোনটি কিনতে পারবেন।

HONOR X9b Holi 2024 Smartphone offer

অনার এক্স 9b ফোনটি গত মাসে ভারতে আনা হয়েছিল। লঞ্চের সময় এই ফোনের দাম 25,999 টাকা রাখা হয়েছিল। তবে দোল এর উপলক্ষ কোম্পানি এই ফোনের কেনাকাটায় 6000 টাকার সুধিধা দিচ্ছে।

কোম্পানি এই ফোনে 3000 টাকার ব্যাঙ্ক ডিসকাউন্ট এবং 3000 টাকার এক্সচেঞ্জ বোনাস অফার করছে।

আরও পড়ুন: iQOO Neo 9 Pro Sale: প্রিমিয়াম ফোনের সস্তা ভ্যারিয়্যান্টের সেল শুরু, 2000 টাকা কম দামে কেনার সুযোগ

Honor X9b 5G Holi 2024 Smartphone offer
ফোনের সাথে কোম্পানি 699 টাকা দামের 30W চার্জরও ফ্রি দিচ্ছে

ব্যাঙ্ক অফারের আওতায় গ্রাহকরা SBI কার্ড পেমেন্টে 3000 টাকার ইনস্ট্যান্ট ডিসকাউন্ট পাবেন। এছাড়া HDFC এবং ICICI কার্ডে 3000 টাকার পেতে পারেন।

অতিরিক্ত সুবিধা হিসেবে, আপনার পুরানো ফোনের এক্সচেঞ্জে 3000 টাকার অতিরিক্ত ছাড় পেতে পারেন। ফোনের সাথে কোম্পানি 699 টাকা দামের 30W চার্জরও ফ্রি দিচ্ছে। ফোনের বিক্রি কোম্পানির অফিসিয়াল সাইট এবং ই-কমার্স সাইট Amazon থেকে করা হচ্ছে।

HONOR X9b Specification

অনার এক্স9b ফোনে 6.78 ইঞ্চি কার্ভড AMOLED ডিসপ্লে দেওয়া হয়েছে। ফোনে পাঞ্চ-হোল স্টাইলের স্ক্রিন, 120Hz রিফ্রেশ রেট 1920Hz PWM ডিমিং মতো ফিচার পাওয়া যাবে।

Honor X9b
অনার এক্স9b ফোনে 6.78 ইঞ্চি কার্ভড AMOLED ডিসপ্লে দেওয়া হয়েছে

পারফরম্যান্সের জন্য অনার ফোনে কোয়ালকম Snapdragon 6 Gen 1 চিপসেট দেওয়া হয়েছে।

ফটোগ্রাফির জন্য ফোনে ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ দেওয়া। এতে 108MP প্রাইমারি সেন্সর, 5 মেগাপিক্সেলের আল্ট্রা-ওয়াইড-এঙ্গেল লেন্স এবং 2 মেগাপিক্সেলের ম্যাক্রো ক্যামেরা দেওয়া।

সেলফি তোলার জন্য অনার এক্স9b ফোনে 16MP ফ্রন্ট ক্যামেরা সাপোর্ট দেওয়া।

পাওয়ার দিতে ফোনে 5000mAh ব্যাটারি দেওয়া হয়েছে। ফাস্ট চার্জিংয়ের জন্য স্মার্টফোনে 35W চার্জর পাওয়া যাবে।

Honor X9b স্মার্টফোনটি Android 13 ভিত্তিক Magic 7.2 অপারেটিং সিস্টামে চলে।

আরও পড়ুন: Vivo T3 5G: ডায়মেনসিটি 7200 চিপ, 50MP Sony ক্যামেরা, সস্তা দামে নতুন ভিভো ফোন ভারতে লঞ্চ

Joyeeta Bhattacharya

Joyeeta Bhattacharya

Joyeeta Bhattacharya fell in love with technology at an early age, believing that technology was the secret to unlock India's limitless potential. She is currently Assistant Editor - Bangla at Digit. View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo