Nokia 220 4G এবং Nokia 235 4G লঞ্চ, 3000 টাকার বাজেট ফোনে মিলবে UPI সহ স্মার্টফোনের সুবিধা

Nokia 220 4G এবং Nokia 235 4G লঞ্চ, 3000 টাকার বাজেট ফোনে মিলবে UPI সহ স্মার্টফোনের সুবিধা
HIGHLIGHTS

Nokia 220 4G এবং Nokia 235 4G ফোন ভারতে লঞ্চ করা হয়েছে

কীপ্যাড সহ আসা নোকিয়া ২২০ এবং নোকিয়া ২৩৫ ৪জি দুটি ফোনে ডুয়াল সিম 4G কানেক্টিভিটি দেওয়া

নোকিয়া ২২০ ৪জি ফোনটি ৩২৪৯ টাকায় লঞ্চ করা হয়েছে

HMD তার Nokia ব্র্যান্ডের আওতায় দুটি নতুন ফিচার ফোন ভারতে চালু করেছে। কোম্পানির তরফে Nokia 220 4G এবং Nokia 235 4G ফোন ভারতে লঞ্চ করা হয়েছে। কীপ্যাড সহ আসা নোকিয়া ২২০ এবং নোকিয়া ২৩৫ ৪জি দুটি ফোনে ডুয়াল সিম 4G কানেক্টিভিটি দেওয়া। শুধু তাই নয়, কোম্পানি এতে UPI পেমেন্ট সাপোর্টও অফার করেছে। আসুন জেনে নেওয়া যাক এই দুটি ফোনের দাম এবং ফিচার।

ভারতে কত দাম Nokia 220 4G এবং Nokia 235 4G ফিচার ফোনের

নোকিয়া ২২০ ৪জি ফোনটি ৩২৪৯ টাকায় লঞ্চ করা হয়েছে। পাশাপাশি, নোকিয়া ২৩৫ ৪জি ফোনটি ৩৭৪৯ টাকায় কেনা যাবে। কোম্পানির এই দুটি নতুন ফোন HMD ওয়েবসাইট এবং Amazon সাইট থেকে কেনা যাবে।

নোকিয়া ২২০ ৪জি এবং নোকিয়া ২৩৫ ৪জি ফোনে স্পেসিফিকেশন এবং ফিচার কী রয়েছে

Nokia 235 4g Nokia 220 4g with upi and youtube support launched in India
Nokia 235 4g Nokia 220 4g with upi and youtube support launched in India

নোকিয়া নতুন কীপ্যাড মোবাইলে 2.8-ইঞ্চি স্ক্রিন দেওয়া। এতে QVGA ডিসপ্লে রয়েছে যা IPS প্যানেলে তৈরি করা।

ফটোগ্রাফির জন্য নোকিয়া ২৩৫ ৫জি ফোনে 2MP রিয়ার ক্যামেরা রয়েছে, যার সাথে LED ফ্ল্যাশ লাইটও দেওয়া। পাশাপাশি, নোকিয়া ২২০ ৪জি ফোনে কোনো ক্যামেরা পাওয়া যাবে না।

কোম্পানি এই দুটি মোবাইলে YouTube সহ জনপ্রিয় Snake Game দেওয়া হয়েছে। গ্রাহকরা এই ফোন দিয়ে ইউপিআই পেমেন্টও করতে পারবেন।

পাওয়ার দিতে এই দুটি ফোনে 1450mAh ব্যাটারি পাওয়া যাবে। কোম্পানির দাবি যে 9.8 ঘন্টা টকটাইম দেয় এই ফোন।

Joyeeta Bhattacharya

Joyeeta Bhattacharya

Joyeeta Bhattacharya fell in love with technology at an early age, believing that technology was the secret to unlock India's limitless potential. She is currently Assistant Editor - Bangla at Digit. View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo