Nokia 6.1 Plus স্মার্টফোনটি গত মাসে Nokia 8110 4G র সঙ্গে চিনে লঞ্চ করা হয়েছিল
Nokia 6.1 Plus স্মার্টফোনটি গত মাসে Nokia 8110 4G র সঙ্গে চিনে লঞ্চ করা হয়েছিল।
Nokia 6.1 স্মার্টফোনটি 1 আগস্ট তাইওয়ানে বেশ কিছু জায়গা থেকে কিনতে পাওয়া যাবে আর এর দাম NT$8,000/ €200 রাখা হয়েছে। Nokia 8110 4G স্মার্টফোনটি 25 জুলাই থেকে তাইওয়ানে NT$ 2,800/€80 দামে কিনতে পাওয়া যাবে।
এই নোকিয়া ফোনটির স্পেক্স ফিচার্স আর ক্যামেরা
এই ফোনটি একটি ডুয়াল সিমের স্মার্টফোন আর এর সঙ্গে এটি অ্যান্ড্রয়েড 8.1 Oreoর সঙ্গে লঞ্চ করা হয়েছে। আর এই ডিভাইসটি 5.8 ইঞ্চির FHD+ 1080×2280 পিক্সাল রেজিলিউশানের ডিসপ্লের সঙ্গে লঞ্চ করা হয়েছে, এই ডিভাইসটি 2.5D কার্ভ গ্লাস ডিসপ্লে আর গোরিলা গ্লাস 3 যুক্ত।
এই ফোনটির ক্যামেরার বিষয়ে আমরা যদি কথা বলি তবে বলতে হবে যে এই ফোনটি একটি ডুয়াল ক্যামেরা সেটআপের ফোন। এই ফোনে একটি 16মেগাপিক্সালের এর একটি 5মেগাপিক্সালের আলাদা আলাদা সেন্সার আছে। আর এই ফোনের ফ্রন্টে একটি 16 মেগাপিক্সালের ফ্রন্ট ক্যামেরা দেওয়া হয়েছে। আর এই ফোনের স্টরেজকে মাইক্রো ইউএসডি কার্ডের মাধ্যমে এক্সপেন্ড করা যাবে। আর এই ফোনে একটি 3060mAh য়ের ব্যাটারি দেওয়া হয়েছে।