HMD গ্লোবাল খুব তাড়াতাড়ি একটি নতুন ব্র্যান্ডের ফিচারফোন লঞ্চ করতে পারে

Updated on 11-Jan-2018
HIGHLIGHTS

মাইক্রোসফট কম দামের লুমিয়া ফোনের জন্য এই বাজেট ফোন গুলি বন্ধ করে দিয়েছিল

HMD গ্লোবাল গত বছর বাজারে নোকিয়া ব্র্যান্ডেটিকে আরও একবার লঞ্চ করেছিল। আর এবার মনে করা হচ্ছে যে কোম্পানি “আশা” ব্র্যান্ডে খুব তাড়াতাড়ি নতুন ফোন নিয়ে আসবে।

আগে এই আশা ব্র্যান্ডে ফিচারফোন পাওয়া যেত, আর তাই অনুমান করা হচ্ছে যে কোম্পানি একটি নতুন ফিচার ফোন নিএ আসবে যা সস্তার হবে। তবে এই বিষয়ে এখনও কিছু জানা যায়নি যে HMD গ্লোবাল আর মাইক্রোসফটের মধ্যে “আশা” ব্র্যান্ড নিয়ে কোন ডিল হয়েছিল কিনা।

তবে আপনাদের বলে দি যে, আশা ব্র্যান্ডেটি এর আগে বাজারে যথেষ্ট জনপ্রিয় ছিল, কিন্তু মাইক্রোসফট কম দামের লুমিয়া ফোনের জন্য এই ফোন গুলি বন্ধ করে দিয়েছিল।

রিপোর্ট পাওয়া গেছে যে, HMD গ্লোবাল একটি নতুন ফিচার ফোনের ওপর কাজ করছে, আর এর মডেল নম্বর TA-1047। আশা করা হচ্ছে যে এটি একটি নতুন আশা ফোন হতে পারে। তবে এই ফোনটির জন্য এখনও বেশ কিছু সময় অপেক্ষা করতে হবে।

সোর্সঃ

Connect On :