HMD Global, 31 অক্টোবর গুরগাও, হরিয়ানা তে অনুষ্ঠিত হওয়া একটি ইভেন্তের জন্য মিডিয়া ইনভিটেশান পাঠিয়েছে। এখনও অব্দি এই ইভেন্টের বিষয়ে সম্পূর্ণ খবর পাওয়া যায়নি। কিন্তু মনে করা হচ্ছে যে কোম্পানি Nokia 7 স্মার্টফোনটি ভারতে লঞ্চ করতে পারে।
আপনাদের মনে করিয়ে দি যে HMD Global কিছু দিন আগে Nokia 7 স্মার্টফোনটি চিনে লঞ্চ করেছিল। এই ডিভাইসকে 7000 সিরিজ অ্যালুমিনিয়াম চেসিস আর গ্লাস ব্যাক ডিজাইন দেওয়া হয়েছে। এই ডিভাইসে 5.2ইঞ্চির ফুল HD IPS ডিসপ্লে আছে আর এটি স্ন্যাপড্র্যাগন 630 চিপসেট যুক্ত। এই ডিভাইসটি দুটি ভেরিয়েন্টে পাওয়া যাচ্ছে, একটি ভেরিয়েন্ট 4GBর্যাম আর অন্যটি 6GB র্যাম যুক্ত। দুটি ভেরিয়েন্টে 64GB’র স্টোরেজ দেওয়া হয়েছে যা মাইক্রো এসডি কার্ড দিয়ে 128GB অব্দি বাড়ানো যেতে পারে।
Nokia 7 ফোনটিতে 16MP’র প্রাইমারি ক্যামেরা দেওয়া হয়েছে যা f/1.8 অ্যাপার্চার আর ডুয়াল-টোন ফ্ল্যশ যুক্ত। এর ফ্রন্টে একটি 5MP’র ক্যামেরা দেওয়া হয়েছে যা f/2.0 অ্যাপার্চার আর 84 ডিগ্রির ওয়াইড ফ্লিড ভিউ যুক্ত। বোথি ফিচার্সের মাধ্যমে আপনি একই সময় ফ্রন্ট আর রেয়ার ক্যামেরা দিয়ে শুট করতে পারবেন আর এটি ফেসবুক লাইভ আর ইউটিউব লাইভের সঙ্গে ইন্টিগ্রেটেড। কানেক্টিভিটির জন্য এই ফোনটি WiFi, ব্লুটুথ 5.0, GPS, A-GPS আর গেলনাস NFC, 3.5mm অডিও জ্যাক আর USB টাইপ C পোর্ট সাপোর্ট করে।
Nokia 7 ফোনটিতে একটি ফিঙ্গারপ্রিন্ট সেন্সার আচজে আর এটি ফোনটি অ্যান্ড্রয়েড নৌগাটে চলে, আশা করা যাচ্ছে যে এটি ভবিষ্যতে ওরিওর আপডেট পাবে। এই স্মার্টফোনটিতে 3000mAh এর ব্যাটারি আছে যা কোয়াল্কম এর কুইক চার্জ সাপোর্ট করে। Nokia 7 ফোনটির 4GB র্যাম ভেরিয়েন্টের দাম 2,499 Yuan (প্রায় Rs 25,000) আর এর 6GB র্যাম ভেরিয়েন্টটির দাম 2,699 Yuan ( প্রায় Rs 27,000)। এইস স্মার্টফোনটি প্রি-অর্ডারের জন্য JD.com, Suning আর T-Mall এ পাওয়া যাচ্ছে। এটি ২৪ অক্টোবর থেকে কিনতে পাওয়া যাচ্ছে।
সম্প্রতি নোকিয়া ইউরোপে Nokia 8 এর নতুন ভেরিয়েন্ট লঞ্চ করেছে। নতুন ভেরিয়েন্টে 6GB র্যাম আর 128GB স্টোরেজ আছে। জার্মানিতে এই ফোনটির দাম EUR 669 ( প্রায় Rs 51,000)।