HMD Global-এর তরফে Nokia-এর একটি নতুন Flagship ফোন লঞ্চ করা হল দেশে। এই নতুন ফোনটির নাম রাখা হয়েছে Nokia X30 5G। এই ফোনে গ্রাহকরা পেয়ে যাবেন দারুন স্লিক একটি ডিজাইন সহ ডুয়াল রিয়ার ক্যামেরা। ভারতে এই ফোনটির দাম রাখা হয়েছে 48,999 টাকা। তবে কোম্পানির তরফে জানানো হয়েছে এই দামটি সাময়িক সময়ের জন্য রাখা হয়েছে। অর্থাৎ পরে এই ফোনের দাম বদলাবে।
জানা গিয়েছে Nokia X30 5G ফোনটিতে ডুয়াল রিয়ার ক্যামেরা আছে। এর মধ্যে প্রাইমারি ক্যামেরায় আছে 50 মেগাপিক্সেলের একটি সেন্সর সহ 13 মেগাপিক্সেলের একটি আল্ট্রা ওয়াইড ক্যামেরা। এখানে AI এবং অপটিক্যাল ইমেজ স্টেবিলাইজেশনের সুবিধা পাওয়া যাবে। ফলে বোঝাই যাচ্ছে এই ক্যামেরার সাহায্যে গ্রাহকরা দারুন সব ছবি তুলতে পারবেন। এছাড়া এখানে আছে নাইট মোড 2.0, ডার্ক ভিশন, ট্রাইপড মোড, ইত্যাদি। সেলফি তোলা এবং ভিডিও কলের জন্য গ্রাহকরা এই ফোনে পাবেন 16 মেগাপিক্সেলের একটি সেন্সর। এছাড়া GoPro Quick এখানে ইনস্টল করা থাকবে। ফলে যাঁরা ফোন ফটোগ্রাফি করেন তাঁদের জন্য এটি একটি আদর্শ ফোন হতে চলেছে।
এছাড়া এই ফোনে 90 Hz রিফ্রেশ রেট সহ একটি 6.43 ইঞ্চির একটি পিওর AMOLED ডিসপ্লে আছে। আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর মিলবে এখানে। এখানে ভাইব্রেন্ট কালার এবং দারুন ঔজ্জ্বল্য থাকার কারণে গ্রাহকরা অনায়াসে এখানে স্ট্রিম, বা স্ক্রল করতে পারবেন। সুরক্ষার জন্য গ্রাহকরা এখানে পাবেন কর্নিং গোরিলা গ্লাসের সুবিধা। অ্যান্ড্রয়েড 12 এবং Qualcomm Snapdragon 695 প্রসেসরের সাহায্যে এটি পরিচালিত হবে।
এখানে আছে 8 GB RAM এবং 256 GB ইন্টারনাল স্টোরেজ। এখানে গ্রাহকরা 3 বছরের সফটওয়্যার এবং সিকিউরিটি আপডেট পাবেন। 33W ফাস্ট চার্জিং এর সুবিধা মিলবে এখানে। ফোনটিকে একবার চার্জ দিলে নাকি এটি 2 দিন পর্যন্ত চলতে পারবে। এমনটাই জানিয়েছে সংস্থা।
আগামী 20 ফেব্রুয়ারি থেকে কেনা যাবে এই ফোনটি। যাঁরা এই ফোন কিনতে ইচ্ছুক তাঁরা এটিকে Amazon বা Nokia-এর যে অফিসিয়াল সাইট আছে অর্থাৎ Nokia.com থেকে কিনতে পারবেন।