108MP ক্যামেরা এবং Snapdragon 4 Gen 2 প্রসেসর সহ HMD Fusion ভারতে লঞ্চ, দাম 20 হাজারের কম
এইচএমডি কোম্পানির তরফে ভারতে তার নতুন স্মার্টফোন HMD Fusion লঞ্চ করা হয়েছে
এইচএমডি ফিউশন ফোনে 108MP ক্যামেরা এবং 50MP সেলফি ক্যামেরা দেওয়া হয়েছে
এইচএমডি ফিউশন এর দাম 17,999 টাকা রাখা হয়েছে
এইচএমডি কোম্পানির তরফে ভারতে তার নতুন স্মার্টফোন HMD Fusion লঞ্চ করা হয়েছে। এইচএমডি ফিউশন ফোনে 108MP ক্যামেরা এবং 50MP সেলফি ক্যামেরা দেওয়া হয়েছে। এছাড়া কোম্পানি তার নতুন ফোনে স্মার্ট আউটফিট সিস্টাম অফার করেছে যার মাধ্যমে ফোনের ডিজাইন পুরো বদলে যায়। এখানে আমরা এইচএমডি ফিউশন এর ফিচার এবং স্পেসিফিকেশন থেকে দাম সম্পর্কে জেনে নেওয়া যাক।
HMD Fusion ফোনের ভারতে দাম কত
দামের কথা বললে, এইচএমডি ফিউশন এর দাম 17,999 টাকা রাখা হয়েছে। তবে ফোনটি সীমিত সময়ের জন্য Amazon সাইটে 15,999 টাকায় অফার করা হবে। এতে ব্যাঙ্ক অফার মিলিয়ে দামটি রাখা হয়েছে। এইচএমডি ফিউশন ফোনের বিক্রি 29 নভেম্বর দুপুর 12 টাকা থেকে শুরু হবে।
আরও পড়ুন: Jio vs BSNL: 90 দিনের ভ্যালিডিটি সহ প্রিপেইড প্ল্যানে কে দিচ্ছে কাকে টেক্কা, দেখে নিন তুলনা
এছাড়া ফোনটি এইচএমডি ফিউশন সাইট থেকেও কেনা যাবে। বলে দি যে এইচএমডি ফিউশন একটি টেক ব্লক কনসেপ্ট। এইচএমডি ক্যাজুয়াল আউটফিট এবং এইচএমডি ফ্ল্যাশি আউটফিট এবং এইচএমডি গেমিং আউটফিট ফ্রি অফার করা হয়।
এইচএমডি ফিউশন এর স্পেসিফিকেশন এবং ফিচার কী রয়েছে
ফিউশন ফোনে 6.56-ইঞ্চির HD+ HID ডিসপ্লে দেওয়া হয়েছে। এটি 90Hz রিফ্রেশ রেট সাপোর্ট করে।
পারফরম্যান্সের ক্ষেত্রে এই স্মার্টফোনে Snapdragon 4 Gen 2 প্রসেসর দেওয়া হয়েছে। এটি 8 জিবি RAM এবং 256 জিবি পর্যন্ত স্টোরেজ সহ পেয়ার করা। এছাড়া ফোনে ভার্চুয়াল মেমরি এক্সটেনশন সাপোর্ট দেওয়া।
ফটোগ্রাফির জন্য এইচএমডি ফিউশন ফোনের রিয়ারে 108MP প্রাইমারি ক্যামেরা এবং 50MP ফ্রন্ট ক্যামেরা দেওয়া হয়েছে।
পাওয়ার দিতে ফিউশন ফোনে 5000mAh ব্যাটারি রয়েছে যা 33W ফাস্ট চার্জিং সাপোর্ট করে। ফিউশন ফোনটি Android 14 অপারেটিং সিস্টামে কাজ করে।
আরও পড়ুন: 11 হাজার টাকার কম দামে 40 ইঞ্চি Smart TV, দুর্দান্ত সাউন্ড কোয়ালিটি এবং পিকচার রয়েছে
Joyeeta Bhattacharya
Joyeeta Bhattacharya fell in love with technology at an early age, believing that technology was the secret to unlock India's limitless potential. She is currently Assistant Editor - Bangla at Digit. View Full Profile