HMD First Smartphone: প্রথম স্মার্টফোনের ছবি ফাঁস, জানুন ডুয়াল ক্যামেরা সহ থাকবে কেমন ডিজাইন
HMD Global শীঘ্রই তাদের নিজস্ব ব্র্যান্ডিং সহ মোবাইল লঞ্চ করতে চলেছে
এই স্মার্টফোনের কিছু রেন্ডার অনলাইনে লিক হয়েছে
এচএমডি গ্লোবাল এর আপকামিং স্মার্টফোন মডেল নম্বর N159V এর সাথে স্পট করা হয়েছে
HMD Global শীঘ্রই তাদের নিজস্ব ব্র্যান্ডিং সহ মোবাইল লঞ্চ করতে চলেছে। এই স্মার্টফোনের কিছু রেন্ডার অনলাইনে লিক হয়েছে। স্মার্টফোনের রেন্ডার থেকে জানা গিয়েছে যে ডিভাইসে ডুয়াল ক্যামেরা দেওয়া হবে।
এচএমডি গ্লোবাল এর আগে Nokia ব্র্যান্ডের স্মার্টফোন লঞ্চ করত। তবে এবার কোম্পানি তার নিজের ব্র্যান্ডিং এচএমডি এর নামে লঞ্চ হবে। ফোনের পিছনের প্যানেলে HMD লোগো দেওয়া। আসুন জেনে নেওয়া যাক এই ফোনের সম্পর্কে।
আরও পড়ুন: 200MP ক্যামেরা এবং AI ফিচার সহ শক্তিশালী Samsung Galaxy S24 Ultra ফোন লঞ্চ, জানুন দাম কত
HMD স্মার্টফোন রেন্ডার ডিজাইন
এচএমডি গ্লোবাল এর আপকামিং স্মার্টফোন মডেল নম্বর N159V এর সাথে স্পট করা হয়েছে। আসলে 91 মোবাইল ওয়েবসাইট N159V সহ HMD এর প্রথম স্মার্টফোনের ছবি সবার প্রথম দেখতে পান। ওয়েবসাইটের রিপোর্ট অনুযায়ী, ফোনের পিছনে ডুয়াল রিয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হবে।
স্মার্টফোনের রেন্ডারে আপকামিং ডিভাইসটি কালো রঙের ডিজাইনে দেখা গিয়েছে। ফোনের পিছনে HMD লোগোও দেখা গিয়েছে। কোম্পানির লোগো ফোনের ব্যাক প্যানেলে একদম মাঝে দেওয়া হয়েছে। এছাড়া পিছনে আর কোনো ব্র্যান্ডিং করা হয়েনি।
ডিভাইসের সামনে ফ্ল্যাট ডিসপ্লেতে একটি পাঞ্চ-হোল স্ক্রিন অফার করা হয়েছে। ফোনে পাওয়ার এবং ভলিউম বোতাম ডিভাইসের ডান দিকে রয়েছে।
লিক হওয়া রেন্ডার দেখে অনুমান করা হচ্ছে যে নতুন স্মার্টফোন কম বাজেটে লঞ্চ হতে পারে।
কবে লঞ্চ হবে এচএমডি কোম্পানির প্রথম ফোন
বলে দি যে কোম্পানির ফোন চলতি বছরের এপ্রিল মাসে লঞ্চ করা যেতে পারে। ফোনের দাম বেশ কম হবে বলে আশা করা হচ্ছে।
ফোনের বিক্রি অনলাইন সাইট Amazon, Flipkart এবং অন্যান্য ওয়েবসাইট থেকে করা হবে।
আরও পড়ুন: Jio Republic Day Offer: 2.5GB ডেটা এবং 365 দিনের ভ্যালিডিটি সহ 3250 টাকারও বেশি কুপন, জানুন
Joyeeta Bhattacharya
Joyeeta Bhattacharya fell in love with technology at an early age, believing that technology was the secret to unlock India's limitless potential. She is currently Assistant Editor - Bangla at Digit. View Full Profile